ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নওগাঁয় আদিবাসীপল্লীতে সন্ত্রাসী হামলা, ভাংচুর অগ্নিসংযোগ

প্রকাশিত: ০৪:০৮, ৩ মে ২০১৫

নওগাঁয় আদিবাসীপল্লীতে সন্ত্রাসী হামলা, ভাংচুর অগ্নিসংযোগ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২ মে ॥ নওগাঁর পতœীতলা উপজেলার আকবরপুর গ্রামের আদিবাসী পল্লীতে একটি প্রভাবশালী মহল হামলা চালিয়ে লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগ করায় আদিবাসী পল্লী এখন প্রায় জনশূন্য হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বসতবাড়ি ছেড়ে বিভিন্ন স্থানে পালিয়ে মানবেতর জীবন যাপন করছে। জানা গেছে, আকবরপুর গ্রামের একটি পুকুরপারে দীর্ঘদিন যাবত ওরাঁও সম্প্রদায়ের আদিবাসীসহ কিছু ভূমিহীন মুসলিম পরিবার বসবাস করে আসছে। তাদের উচ্ছেদ করার জন্য এলাকার একটি প্রভাবশালীমহল দীর্ঘদিন ধরে প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এরই জের ধরে বুধবার দিনগত রাত ২টার দিকে আদিবাসী পল্লীতে সন্ত্রাসী হামলা, ভাংচুর, লুটপাট ও তাদের বসতবাড়ি আগুনে পুড়িয়ে দিয়েছে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা। এ ঘটনায় থানা পুলিশ মামলা নেয়নি বরং হামলাকারীদের পক্ষ নিয়ে পুলিশ উল্টো ক্ষতিগ্রস্তদেরই সন্ত্রাসী বলে চিহ্নিত করার চেষ্টা করছে। ফলে ওই পল্লীর আদীবাসী ও কিছু ভূমিহীন মুসলিম পরিবার তাদের মাথা গোঁজার ঠাঁই হারিয়ে পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছে। এতে ওই পল্লীর ৮ আদিবাসীর বাড়িসহ সর্বমোট ১৯টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গাইবান্ধায় অমল সেন স্মরণসভা নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২ মে ॥ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শনিবার উপমহাদেশের কমিউনিস্ট বাম প্রগতিশীল আন্দোলনের অন্যতম পথিকৃৎ তেভাগা আন্দোলনের পুরোধা, মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড অমল সেনের জন্মশত বার্ষিকী উপলক্ষে গাইবান্ধা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এক স্মরণসভা ওয়ার্কার্স পার্টি জেলা সভাপতি অধ্যক্ষ মমতাজুর রহমান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। স্মরণসভায় বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির পলিট বুরে‌্যার সদস্য আমিনুল ইসলাম গোলাপ, কেন্দ্রীয় সদস্য শরিফ শমশির, রেবতী বর্মণ, মোসাদ্দেক আহমেদ বুলবুল, জাহাঙ্গীর আলম, প্রণব চৌধুরী, প্রমদা রঞ্জন পাল, মতিন মোল্লা, দেলোয়ার হোসেন ও মাসুদুর রহমান।
×