ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চলে গেলেন অমিতাভ চৌধুরী

প্রকাশিত: ০৩:৪৫, ৩ মে ২০১৫

চলে গেলেন অমিতাভ চৌধুরী

সংস্কৃতি ডেস্ক ॥ চলে গেলেন দুই বাংলার প্রখ্যাত সাংবাদিক ও প্রাবন্ধিক অমিতাভ চৌধুরী। শুক্রবার ভোররাতে কলকাতার রানীকুঠির বাড়িতে তার মৃত্যু হয় বলে জানিয়েছে ভারতের এক গণমাধ্যম। মৃত্যুকালে তারবয়স হয়েছিল ৮৭ বছর।চিকিৎসকেরা জানিয়েছেন বয়সজনিত কারণেই মৃত্যু হয়েছে। তাঁকে শেষ শ্রদ্ধা জানান কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়। এ সময় তিনি বলেন তাঁর মৃত্যুতে সাহিত্যজগতের অপূরণীয় ক্ষতি হলো। অমিতাভ চৌধুরী আজকাল, আনন্দবাজার পত্রিকা এবং যুগান্তর কাগজে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। ১৯৮৩ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন। ১৯৫৬ সালে যুগান্তরের সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেন। বাংলাদেশ থেকে ভারতে চলে যাওয়া অমিতাভের লেখনিতে ছিন্নমূল মানুষজনের দুঃখ দুর্দশার কথা নিখুঁত ফুটে উঠত। তবে শুধুমাত্র সাংবাদিকতার পেশাতেই তাঁর প্রতিভা সীমাবদ্ধ ছিল না। ছড়াকার হিসেবেও বিশেষ জনপ্রিয় ছিলেন।
×