ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কোচ লিটু আবারও হাসপাতালে

প্রকাশিত: ০৬:২৯, ১ মে ২০১৫

কোচ লিটু আবারও হাসপাতালে

স্পোর্টস রিপোর্টার ॥ কদিন আগে নেপালের কাঠমান্ডুতে ‘এএফসি অনুর্ধ-১৪ বালিকা আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ’ খেলতে গিয়েছিল বাংলাদেশ অনুর্ধ-১৪ বালিকা ফুটবল দল। সেখানে গিয়ে হঠাৎ করেই হৃৎযন্ত্র, মাথাব্যথা ও উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন দলের সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু (৪২)। বাংলাদেশ ওই আসরের ফাইনালে উঠলেও স্বাগতিক নেপালের বিরুদ্ধে ফাইনাল ম্যাচ না খেলেই দেশে ফিরে আসে। কারণ সেখানে এক প্রলয়ঙ্কারী ভূমিকম্প সংঘটিত হয়। দেশে ফিরে লিটু বৃহস্পতিবার সকালে হঠাৎ করেই আবারও অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জনসংযোগ কর্মকর্তা আহসান আহমেদ অমিত জানান, ‘নেপালে গিয়েও একই সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। সেখানে এক নিউরো সার্জন লিটুর সিটি স্ক্যান রিপোর্ট দেখে জানান, লিটুর মাথায় কোন সমস্যা নেই। তবে ইসিজি রিপোর্টে দেখা গেছে হার্টে সমস্যা আছে। কিরনকে বাফুফের অভিনন্দন স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মহিলা ফুটবল কমিটির ডেপুটি চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ ২০১৫-২০১৯ সালের জন্য এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্বাহী কমিটির সদস্যপদে পুনরায় নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছে বাফুফে। বৃহস্পতিবার বাহরাইনে এশিয়ান ফুটবল কনফেডারেশনের বার্ষিক কংগ্রেস অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন। তার সঙ্গে সেখানে আছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগও। এছাড়া এএফসির কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে সেখানে আছেন বাফুফের মহিলা ফুটবল কমিটির ডেপুটি চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণও। বাফুফে সূত্রে জানা গেছে, তারা তিনজনই দেশে ফিরবেন আগামী রবিবার।
×