ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এশিয়ান সমর্থন পেতে মরিয়া ব্লাটার

প্রকাশিত: ০৬:২৬, ১ মে ২০১৫

এশিয়ান সমর্থন পেতে মরিয়া ব্লাটার

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী মাসেই বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) প্রেসিডেন্ট নির্বাচন। বর্তমান সভাপতি সেপ ব্লাটার পঞ্চমবারের মতো এ পদে আসীন থাকতে বেশ কৌশলে এগোচ্ছেন। এশিয়ান ফুটবলে তার পক্ষে বেশ শক্ত লোকেরাই আছেন। তবে পুরো এশিয়াকেই কব্জা করতে চান ৭৯ বছর বয়সী ব্লাটার। সে জন্য পক্ষে থাকা এশিয়ার ফুটবল সংস্থাগুলোর প্রধানদের নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে যাচ্ছেন তিনি। বর্তমানে ব্লাটারের শক্ত সমর্থক এএফসি সভাপতি শাইখ সালমান বিন ইব্রাহীম আল খলিফা। তিনি মৌখিকভাবেও জানিয়ে দিয়েছেন পঞ্চমবারের মতো ব্লাটারকে ফিফা সভাপতি হিসেবে দেখতে চান। এছাড়া কুয়েত বড় ব্যবসায়ী শেখ আহমাদ আল ফাহাদ আল সাবাহ ব্লাটারের পক্ষেই রয়েছেন। এ দু’জনই নিশ্চিতভাবে ফিফা নির্বাহী কমিটির পদে নির্বাচিত হতে যাচ্ছেন। তবে এশিয়া থেকেই ব্লাটারের বিরুদ্ধে সভাপতি নির্বাচনে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়ে যাচ্ছেন প্রিন্স আলী বিন আল হুসেইন। তিনি ফিফা সহসভাপতি পদ ইতোমধ্যেই হারিয়েছেন নির্বাচনে প্রার্থী হওয়ার কারণে। ব্লাটার সে কারণেই এখন এশিয়া থেকে যত বেশি সম্ভব সমর্থন আদায়ে সচেষ্ট হয়েছেন। আগামী ২৯ মে ফিফা সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে আফ্রিকা থেকে পুরো সমর্থন পাওয়াটা নিশ্চিত হয়ে গেছে ব্লাটারের। এবার এশিয়ার ৪৬ ভোট পাওয়া নিয়ে চিন্তা করছেন তিনি। ব্লাটারের প্রতিপক্ষ জর্দানের প্রিন্স আলী, ডাচ্ প্রধান মাইকেল ভ্যান প্রাগ এবং সাবেক পর্তুগীজ তারকা লুইস ফিগোরা শেষ পর্যায়ের প্রচারের জুরিখে বেশ বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। অবশ্য ব্লাটারের মিত্র শাইখ সালমান ক্রমেই এশিয়ান ফুটবলে নিজের অবস্থানকে আরও সুদৃঢ় করে ফেলছেন। তিনি দুর্নীতির কারণে অপসারিত মোহাম্মদ বিন হাম্মামের পরিবর্তে এএফসি প্রধানের পদে আসীন হয়ে বেশ দ্রুতই নিজেকে প্রভাবশালী হিসেবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন।
×