ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আইপিএলে দুই ম্যাচ আজ

প্রকাশিত: ০৬:২৩, ১ মে ২০১৫

আইপিএলে দুই ম্যাচ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) আজ রয়েছে দুটি খেলা। ফিরোজ শাহ কোটলায় স্বাগতিক দিল্লী ডেয়ারডেভিলসের মুখোমুখি হচ্ছে কিংস ইলেভেন পাঞ্জাব। ওয়াংখেড়ে অপর ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। আইপিএলের সপ্তম আসরে এ পর্যন্ত অনেকটা মিশ্র খেলাই উপহার দিয়েছে। চেন্নাই সুপার কিংসের পাশাপাশি ভাল খেলছে রাজস্থান, আবার তারকাখচিত দল নিয়েও ধুঁকছে মুম্বাই আর পাঞ্জাব! কাল শনিবারও রয়েছে দুটি ম্যাচÑ মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু-কলকাতা নাইটরাইডার্স ও সানরাইজার্স হায়দরবাদ-চেন্নাই সুপার কিংস। দিল্লী-পাঞ্চাবের অবস্থা প্রায় একই রকম। চেন্নাই সুপার কিংসের কাছে ১ রানের নাটকীয় হার দিয়ে টুর্নামেন্ট শুরু হয় জেপি ডুমিনির নেতৃত্বাধীন দিল্লীর। রাজস্থানের কাছে ৩ উইকেটে হারের পর আবার এই পাঞ্জাবকেই ৫ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দেয় তারা! সেই ম্যাচে ব্যাট হাতে ভাল করেন মায়াঙ্ক আগারওয়াল-যুবরাজ সিং। ব্যাটিংয়ে দৃশ্যপট বদলে দেয়ার সামর্থ্য রাখেন শ্রেয়াস ইয়ার, এ্যাঞ্জেলো ম্যাথুস, মনোজ তিওয়ারিরা। বোলিংয়ে ইমরান তাহিরের সঙ্গে আছেন অমিত মিশ্র। মাঠে নামতে উন্মুখ পেস তারকা জহির খান। অবশ্য শেষ দুই ম্যাচে কলকাতা নাইটরাইডার্সের কাছে ৬ উইকেট ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছে ১০ উইকেটের বড় ব্যবধানে হারে ডুমিনিরা, মাঝে মুম্বাইর বিপক্ষে তুলে নেয় ৩৭ রানের জয়! ৭ খেলায় ৩ জয়ে পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে দিল্লী। সমান ম্যাচে ২ জয়ে তলানিতে পাঞ্জাব। যদিও জর্জ বেইলির দলটি গতবার বেশ আলোড়ন তুলেছিল। আছেন মিচেল জনসন, ডেভিড মিলার, থিসারা পেরেরা, মিচেল জনসনের মতো ক্রিকেটার। স্থানীয়দের মধ্যে বিরেন্দর শেবাগ, ঋদ্ধিমান সাহা বড় নাম। রাজস্থানের কাছে ২৬ রানে হার দিয়ে শুরু করা বেইলিরা শেষ ম্যাচে চেন্নাইর কাছে ৯৭ ও হাদরাবাদের কাছে হারে ২০ রানের বড় ব্যবধানে। মুম্বাই-রাজস্থান ম্যাচে এগিয়ে থাকবে রাজস্থানই। পাঞ্জাবকে হারিয়ে শুরু করা দলটি ভাল ক্রিকেট খেলছে। সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন শেন ওয়াটসন। সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন অপর অস্ট্রেলিয়ান তারকা স্টিভেন স্মিথ, জেমস ফকনাররা। আছেন টিম সাউদি, ক্রিস মরিসের মতো বিদেশী। স্থানীয়দের মধ্যে দুরন্ত ক্রিকেট খেলছে অজিঙ্কা রাহানে, বিনয় কুমার, প্রজ্ঞান ওঝারা। তার চেয়ে বড় নেপথ্যে থেকে দলকে দারুণভাবে এগিয়ে নিচ্ছেন ‘মেন্টর’ রাহুল দ্রাবিড়র। প্রথম দেখায় এই মুম্বাইকেও ৭ উইকেটে উড়িয়ে দিয়েছিল রাজস্থান। এমনকি মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৮ উইকেটে হারের লজ্জায় ডোবায় ওয়াটসন-স্মিথরা। অবশ্য ম্যাচটি জমে উঠতে পারে। টি২০তে সব কিছুই সম্ভব। তার ওপর রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই শিবির আছেন লাসিথ মালিঙ্গা, কাইরেন পোলার্ড, কোরি এ্যান্ডারসন, জস হ্যাজলউডের মতো বিদেশী। স্থানীয়দের মধ্যে আমবাতি রাইডু, হরভজন সিংরাও দৃশ্যপট বদলে দেয়ার সামর্থ্য রাখেন। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় তাদের জ্বলে ওঠা ছাড়া উপায়ও নেই। নেপথ্যে থেকে দলকে রেসে ফেরাতে হয়ত মরিয়া চেষ্টাই করে যাচ্ছেন গ্রেট শচীন টেন্ডুলকর।
×