ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রবির প্রোপার্টি এ্যালার্ট সার্ভিস চালু

প্রকাশিত: ০৬:০২, ১ মে ২০১৫

রবির প্রোপার্টি এ্যালার্ট সার্ভিস চালু

সহজ, সাশ্রয়ী ও ঝামেলামুক্ত উপায়ে রিয়েল এস্টেট খুঁজে পেতে ‘রবি প্রোপার্টি এ্যালার্ট’ নামে একটি বিশেষ ভ্যালু এ্যাডেড সার্ভিস (ভিএএস) চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি। গ্রাহক তার নিজের পছন্দমতো সাশ্রয়ী বা ব্যয়বহুল যে কোন প্রোপার্টি ক্রয় বা ভাড়া নেয়ার জন্য সেবাটি গ্রহণ করতে পারবেন। এক দিন বা এক সপ্তাহ বা ১৫ দিন বা ৩০ দিন যে কোন মেয়াদের জন্য সেবাটি গ্রহণ করা যাবে। *১০৮*৭# ডায়াল করে বা ৩০০৩ শর্ট কোডে উল্লিখিত কি ওয়ার্ড লিখে পাঠালেই সেবাটি চালু হয়ে যাবে। প্রোপাটির খোঁজ বা পোস্ট করতে গ্রাহক তার প্রোফাইল তৈরি করে পণ্য কেনা, বিক্রি বা একই সঙ্গে দুটি সেবাই গ্রহণ করতে পারবেন। গ্রাহকরা তাদের রিয়েল এস্টেটের বর্ণনায় পরিবর্তন, নতুন আরেকটি প্রদান বা বাতিল করার সুযোগও পাবেন। সেবাটি গ্রহণের মাধ্যমে গ্রাহক তার চাহিদা অনুযায়ী স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রতিদিনের প্রোপার্টির খবর পেয়ে যাবেন। এ ছাড়া সাবসক্রিপশনের ভিত্তিতে প্রতিদিন তার নিজের চাহিদার সঙ্গে মিল আছে এমন একটি প্রোপাটির খোঁজ পাবেন গ্রাহক। -বিজ্ঞপ্তি ৩ মে মার্কিন দূতাবাসের সব অফিস বন্ধ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ৩ মে রবিবার আমেরিকান সেন্টার, আর্চার কে ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি, স্টুডেন্ট এ্যাডভাইজিং সেন্টার এবং কনস্যুলার সেকশনসহ যুক্তরাষ্ট্র দূতাবাসের সকল অফিস বন্ধ থাকবে। খবর বাসসর। ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ কথা জানিয়ে বলা হয়, বুদ্ধ পূর্ণিমা বাংলাদেশের একটি জাতীয় ছুটির দিন। তবে আমেরিকান নাগরিকদের জন্য জরুরী সেবা প্রদান করা হবে। এ জন্য তাদের ৫৫৬৬২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে হবে।
×