ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দেলদুয়ারে আওয়ামী লীগের দুই কমিটি

প্রকাশিত: ০৪:২৫, ১ মে ২০১৫

দেলদুয়ারে আওয়ামী লীগের দুই কমিটি

ইফতেখারুল অনুপম, টাঙ্গাইল ॥ বর্তমানে পুরোপুরি স্থবির হয়ে পড়েছে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার রাজনৈতিক অঙ্গন। অস্তিত্ব সঙ্কটে ভুগছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এর প্রধান কারণ বিএনপির নিষ্ক্রিয়তা, আওয়ামী লীগের পাল্টাপাল্টি দুই কমিটি। এরই মধ্যে আগামী ৪ মে উপজেলা সম্মেলনকে প্রতিহতের ঘোষণা দিয়েছেন বর্তমান কমিটির নেতৃবৃন্দ। আর জাতীয় পার্টিকে শুধু সংসদ ও অন্যান্য নির্বাচনের সময় দেখা যায়। বিএনপির নামমাত্র উপজেলা কার্যালয় থাকলেও আওয়ামী লীগ ও জাতীয় পার্টির উপজেলা কার্যালয় পর্যন্ত নেই। জানা গেছে, বর্তমানে সরকারে থাকা সত্বেও অন্তর্দ্বন্দ্বে নিজেদের অস্তিত্ব হারাচ্ছে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। উপজেলার ৮টি ইউনিয়ন ও ৭২টি ওয়ার্ডের প্রত্যেকটিতে পাল্টাপাল্টি দু’টি করে কমিটি বর্তমানে চলমান। নিজ দলের নেতাকর্মীরাও বুঝতে পারছেন না কোন্টি আসল কমিটি। বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার ফজলুল হক ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মল্লিকসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে ওয়ার্ড ও ইউনিয়ন বৈধ কমিটি রয়েছে। তারা উপজেলা কমিটি গঠনের প্রস্তুতি নিলে বাদ সাধে স্থানীয় এমপি খন্দকার আব্দুল বাতেন সমর্থিত দলের একটি অংশ। এমপি গ্রুপ জেলা কমিটির কতিপয় নেতাকে ম্যানেজ করে তাদের মাধ্যমে ১১ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করে। এমপি সমর্থিত কমিটির দুইজন যুগ্ম-আহ্বায়ক আবুল কালাম মঈন সিদ্দিকী ও শিবলী সাদিকের নেতৃত্বে নতুন করে আবার ওয়ার্ড, ইউনিয়ন কমিটি গঠন করে। এদের নেতৃত্বে আগামী ৪ মে উপজেলা সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে। আর এ সম্মেলনকে প্রতিহতের ঘোষণা দিয়েছে বর্তমান উপজেলা কমিটির নেতৃবৃন্দ। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মল্লিক বলেন, আমাদের গঠিত কমিটিই বৈধ এবং অনুমোদিত। কেন্দ্র ও জেলার নির্দেশে এবং জেলার নেতাদের নিয়ে প্রত্যেক ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠন করেছি। তার মেয়াদ এখনও শেষ হয়নি। অপরপক্ষ দলের গঠনতন্ত্র না মেনে এবং জেলা কমিটির কয়েক নেতাকে ম্যানেজ করে অবৈধভাবে নতুন করে প্রত্যেকটি ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি করেছে। নেতাকর্মীরা জানান, সম্মেলনে সভাপতি প্রার্থী হচ্ছেন- আবুল কালাম মঈন সিদ্দিকী, শিবলী সাদিক, হামিম কায়েস বিপ্লব। সম্পাদক পদে নাম শোনা যাচ্ছে বজলুর রশীদ পটলু, আতোয়ার রহমান ইকবাল, আবুল কাশেম, মাসুদ তালুকদার, তারিকুল ইসলাম সেন্টু।
×