ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইউএপিতে সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার

প্রকাশিত: ০৪:২৩, ১ মে ২০১৫

ইউএপিতে সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগে সম্প্রতি সাইবার নিরাপত্তা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ওপর সচেতনতা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগ ও আইসিটি এবং ইনসাইট বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগিতায় এই সেমিনারের আয়োজন করা হয়, যা শিক্ষার্থীদের সাইবার অপরাধের ব্যাপারে জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করে। দৃক, আই, সিটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম আলতাফ হোসেন উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক এমআর কবির সেমিনারের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। দিনব্যাপী এই সেমিনারের সভাপতিত্ব করেন রেজিস্ট্রার ড. সারওয়ার রাজ্জাক চৌধুরী। -বিজ্ঞপ্তি ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিক হোটেল এ্যান্ড রিসোর্ট লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশ ঘোষণার এ সিদ্ধান্ত নেয়া হয়। আলোচিত বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২৭ পয়সা। বছর শেষে শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৮৭ টাকা ৭৪ পয়সা। এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ জুন অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ মে।
×