ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফায়ার সার্ভিসের বিশেষ প্রশিক্ষিত দল নেপাল যাচ্ছে আজ

প্রকাশিত: ০৭:৫৯, ৩০ এপ্রিল ২০১৫

ফায়ার সার্ভিসের  বিশেষ প্রশিক্ষিত  দল নেপাল  যাচ্ছে আজ

ভয়াবহ ভূমিকম্পে ভবন ধসে আটকেপড়া লোকজনদের উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণের জন্য নেপাল যাচ্ছে ফায়ার সার্ভিসের ২২ সদস্যের একটি বিশেষ প্রশিক্ষিত দল। খবর বাসসর। প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২২ সদস্যের একটি বিশেষ প্রশিক্ষিত দল আর্মড ফোর্সেস ডিভিশনের একটি বিমানযোগে আজ বৃহস্পতিবার নেপালের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজের নেতৃত্বে ওই আরবান সার্চ ও রেসকিউ টিম প্রয়োজনীয় উদ্ধার যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জামাদিসহ নেপাল গমনের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে। এ উপলক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরে বুধবার বিকেলে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
×