ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফেদেরারের বাজি নাদাল

প্রকাশিত: ০৬:২৯, ৩০ এপ্রিল ২০১৫

ফেদেরারের বাজি নাদাল

স্পোর্টস রিপোর্টার ॥ সুদীর্ঘ ক্যারিয়ারে ১৪ গ্র্যান্ডসøাম জিতেছেন রাফায়েল নাদাল। সর্বশেষ ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেন তিনি। কিন্তু এরপরের সময়টা মোটেই ভাল কাটেনি তার। ক্লে কোর্টের গত দুটি টুর্নামেন্টের দুটিতেই নিষ্প্রভ ছিলেন তিনি। এটিপি ওয়ার্ল্ড ট্যুর মাস্টার্সের সেমিফাইনালে শীর্ষ তারকা নোভাক জোকোভিচের কাছে হার মানেন স্প্যানিশ এই টেনিস তারকা। গত সপ্তাহে বার্সিলোনা ওপেনের তৃতীয় পর্ব থেকেও ছিটকে পড়েন টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান নাদাল। তাই আগামী মাসেই শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেনের আগে নাদালের ফর্ম নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছেন। কিন্তু তা মানতে নারাজ টেনিসের জীবন্ত কিংবদন্তি রজার ফেদেরার। বরং সুইস এই টেনিস তারকা নোভাক জোকোভিচের সঙ্গে নাদালকেও রাখছেন ফেবারিটের তালিকায়। এ বিষয়ে ১৭ গ্র্যান্ডসøাম জয়ী রজার ফেদেরার বলেন, ‘আমার মতে ফরাসী ওপেনে জোকোভিচের সঙ্গে নাদালও ফেবারিট। গত বছর নাদালের ফর্ম ভাল ছিল না। কিন্তু তারপরও আমি মনে করি ফরাসী ওপেনে নাদালকে হারানোটা কঠিন হবে। কেননা ফরাসী ওপেনে রাফায়েল নাদাল সবসময়ই ফেবারিট।’ সমগ্র ক্যারিয়ারে নাদালের মেজর শিরোপার সংখ্যা ১৪। এর নয়টিই আবার এই ফ্রেঞ্চ ওপেনে। তাই শুধু ফেদেরার নয় নাদাল যে এবারও শিরোপাটা নিজের করে রাখতে মরিয়া হয়ে কোর্টে নামবেন অতীত ইতিহাসও বলছে সেই কথা। টেনিস কোর্টে নাদালের বড় প্রতিদ্বন্দ্বী রজার ফেদেরার। কিন্তু এই সময়টা ভাল কাটছে না সুইস তারকারও। গত পাঁচ বছরের মধ্যে তার গ্র্যান্ডসøাম জয়ের সংখ্যা একটি। তাও আবার ২০১২ সালে। সেই উইম্বল্ডন জয়ের পর থেকেই মেজর কোন টুর্নামেন্টের শিরোপা ছোয়ার স্বাদ পাননি তিনি। কিন্তু তারপরও হতাশায় নুইয়ে পড়েননি ৩৩ বছর বয়সী এই ফেড এক্সপ্রেস। নিজেকে স্বরূপে ফিরে পেতে সবসময়ই কঠোর অনুশীলন করে যাচ্ছেন তিনি। আগামী ২৫ মে থেকে শুরু হবে মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেন। ফরাসী ওপেনেও নিজের সেরাটা মেলে দিতে এখন থেকেই প্রস্তুত নিচ্ছেন ফেদেরার।
×