ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নৃত্য উৎসবের সমাপনী দিনে বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রকাশিত: ০৬:০৮, ৩০ এপ্রিল ২০১৫

নৃত্য উৎসবের সমাপনী দিনে বর্ণাঢ্য শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘সন্ত্রাস রুখে দাও নৃত্যের ছন্দে’ শিরোনামের নৃত্য উৎসবের বুধবার ছিল সমাপনী দিন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা ২৩ এপ্রিল থেকে যৌথভাবে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করে। সমাপনী দিনের প্রথম পর্বে দুপুরে একাডেমির সেমিনার কক্ষে ‘সন্ত্রাস প্রতিরোধে নৃত্যকলার অবস্থান’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মিনা মোঃ নজরুল ইসলাম। সংস্থার সভাপতি মিনু হকের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন নৃত্যশিল্পী আমানুল হক, লায়লা হাসান, গোলাম মোস্তফা খান, সাজু আহমেদ, ড. নীগার সুলতানা প্রমুখ। বিকেলে এক বর্ণাঢ্য শোভাযাত্রা একাডেমির প্রধান ফটক থেকে বের হয়ে প্রেসক্লাব হয়ে আবার একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান ফটকে এসে শেষ হয়। সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা, গুণী নৃত্যশিল্পী সম্মাননা প্রদান ও নৃত্যানুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের বাংলাদেশ সভাপতি অধ্যাপক আবদুস সেলিম। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপেিত্ব স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সভাপতি মিনু হক। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংস্থার সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান ও একাডেমির সঙ্গীত ও নৃত্য বিভাগের পরিচালক সোহরাব উদ্দীন। অনুষ্ঠানে আজীবন সম্মাননা প্রদান করা হয় নৃত্যগুরু নারায়ণ দেবকে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দলীয় নৃত্য পরিবেশন করে ফারহানা চৌধুরী বেবীর পরিচালনায় বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস, মিনু হকের পরিচালনায় পল্লবী ড্যান্স সেন্টার, সাজু আহমেদের পরিচালনায় কত্থক নৃত্য সম্প্রদায়। এ ছাড়াও নৃত্য পরিবেশন করে দিবা সাংস্কৃতিক সংগঠন, রেওয়াজ পারফরমিং আর্টস, সুকন্যা, স্পন্দন, জাগো আর্ট সেন্টার, বহ্নিশিখা, আঙ্গিকাম, নান্দনিক, নৃত্যম, ধৃতি নৃত্যালয়, ভাবনা, সোম একাডেমি, নন্দনকলা কেন্দ্র, নৃত্যছন্দ, নৃত্যলোক, নাটরাজ ও বেনুকা ললিতকলা একাডেমি।
×