ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সবচেয়ে বড় বিমানবন্দর

প্রকাশিত: ০৫:৪৩, ৩০ এপ্রিল ২০১৫

সবচেয়ে বড় বিমানবন্দর

চীনারা সারাবিশ্ব পরিভ্রমণ করে বেড়াচ্ছে। দিনকে দিন চীনা ভ্রমণার্থীদের সংখ্যা বেড়েই চলছে। এজন্য চীন সরকার বেজিংয়ে পৃথিবীর সবচেয়ে বড় টার্মিনাল নির্মাণ করার প্রস্তুতি নিয়েছে। টার্মিনালটির আয়তন সাত লাখ বর্গমিটার এবং এরমধ্যে দিয়ে প্রতিবছর ৪ কোটি ৫০ হাজার লোক যাতায়াত করতে সক্ষম হবে। আগামী ২০১৮ সালে বিশাল এই টার্মিনালের যাত্রা শুরু হবে বলে আশা প্রকাশ করছে চীনা কর্তৃপক্ষ। খ্যাতিমান ইরাকী-ব্রিটিশ স্থপতি জাহা হাদিদ বিমানবন্দর ডেভেলপার এডিপিআইয়ের সঙ্গে মিলে ছয়স্তর বিশিষ্ট টার্মিনাল নির্মাণের পরিকল্পনা করেছেন, যা যাত্রীদের হাঁটার কষ্ট কমিয়ে দেবে। প্রতিটি প্যাসেজের মাঝেই থাকবে বড় বড় খোলা জায়গা, যেখানে যাত্রীরা গল্প-গুজব করে সময় কাটাতে পারবেন। জাহা হাদিদের ওয়েবসাইটের তথ্যানুযায়ী, বিমানবন্দরটিতে আধুনিক সব সুযোগ-সুবিধা রাখার ব্যবস্থা থাকলেও চীনের সংস্কৃতিকে এতে প্রাধান্য দেয়া হবে। আসলে এই স্থাপনায় চীনা সংস্কৃতির সঙ্গে আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে একে অভিনব টার্মিনাল হিসেবে বিশ্বে পরিচিত করে তুলতে চাচ্ছে চীনা কর্তৃপক্ষ। এই টার্মিনালটির নাম রাখা হচ্ছে ড্যাক্সিং এয়ারপোর্ট, যা হার্টসফিল্ড-জ্যাকশন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দরের পরেই সবচেয়ে ব্যস্ত টার্মিনাল হিসেবে বিবেচিত হবে। -ওয়েবসাইট।
×