ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নেপালে দুর্গতদের পাশে প্রাণ

প্রকাশিত: ০৪:৩৫, ৩০ এপ্রিল ২০১৫

নেপালে দুর্গতদের পাশে প্রাণ

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের জনগণের জন্য শুকনো খাবার পাঠাচ্ছে প্রাণ। মঙ্গলবার বাংলাদেশে অবস্থিত নেপাল দূতাবাসে রাষ্ট্রদূত হারি কুমার শ্রেষ্ঠার সঙ্গে দেখা করে প্রাণের পরিচালক ইলিয়াস মৃধা তিন হাজার কার্টন বিস্কুট ও ফ্রুট ড্রিংক প্রদান করেন। এসময় প্রাণের পক্ষ থেকে নেপালে হতাহত জনগণের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। নেপালের রাষ্ট্রদূত হারি কুমার শ্রেষ্ঠা নেপালের জনগণের এই দুর্দিনে পাশে থাকার জন্য প্রাণ-আরএফএল গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং প্রাণ আরএফএল গ্রুপের সমৃদ্ধি কামনা করেন। তিনি আরও জানান, প্রাণ ইতোমধ্যে নেপালের জনগণের কাছে একটি জনপ্রিয় ব্র্যান্ড হিসেবে পরিচিতি লাভ করেছে। প্রাণের পরিচালক ইলিয়াস মৃধা জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রাণ-আরএফএল গ্রুপ এই কার্যক্রমে অংশগ্রহণ করছে। -বিজ্ঞপ্তি লাফার্জ হোলসিম একীভূতকরণে ইইউর অনুমোদন অর্থনৈতিক রিপোর্টার ॥ ফ্রান্সভিত্তিক সিমেন্ট কোম্পানি লাফার্জ ও প্রতিদ্বন্দ্বী সুইস কোম্পানি হোলসিমের একীভূত হওয়ার ক্ষেত্রে পথের কাঁটা তুলে নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গত শুক্রবার ৬৫০ কোটি ইউরো সমপরিমাণ সম্পদ বিক্রির অনুমোদন দিয়ে মার্জার চুক্তিকে এগিয়ে নেয়ার পথ সুগম করেছে ইইউ নিয়ন্ত্রক সংস্থাগুলো। এক খবরে আইরিশ টাইমস জানিয়েছে, বিশ্বের সর্ববৃহৎ কোম্পানি হতে গত বছর লাফার্জ ও হোলসিম তাদের ৪ হাজার কোটি ইউরোর চুক্তিতে সম্মত হয়। কিন্তু ইইউ নিয়ন্ত্রক সংস্থাগুলো বলেছিল, মার্জারের পর নতুন কোম্পানিটি প্রতিযোগিতার বাজার হারিয়ে ফেলবে- এমন আশঙ্কায় তাদের ৬৫০ কোটি ইউরোর সম্পদ ছেড়ে দিতে হবে। ইউরোপীয় ইউনিয়ন জানায়, বর্তমানে তারা এই সম্পদ আইরিশ ভবন সামগ্রী গ্রুপ সিআরএইসের কাছে বিক্রির অনুমতি দিয়েছে। এতে তারা হোলসিম-লাফার্জের সঙ্গে আলাদা কোন প্রতিযোগিতা তৈরি হওয়ার ঝুঁকি দেখছে না।
×