ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

একাদশ-দ্বাদশ শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:০৬, ২৯ এপ্রিল ২০১৫

একাদশ-দ্বাদশ শ্রেণির পড়াশোনা

১.কোন ব্যয়সমূহ উৎপাদনের পরিমাণের সাথে পরিবর্তিত হয়? ক) স্থির ব্যয় খ) পরিবর্তনশীল ব্যয় গ) আধা পরিবর্তনশীল ব্যয় ঘ) অপরিচ্ছন্ন ব্যয় ২.কোনটি ব্যবস্থাপনা পদ্ধতির শেষ ধাপ? ক) হিসাব নিরীক্ষা খ) পর্যবেক্ষণ গ) নিয়ন্ত্রণ ঘ) সমন্বয়সাধন ৩.অব্যবসায়ী প্রতিষ্ঠান নিম্নের কোনটি প্রস্তুুত করে না? ক) নগদান হিসাব খ) আয়-ব্যয় বিবরণী গ) প্রাপ্তি-প্রদান হিসাব ঘ) লাভ-ক্ষতি হিসাব ৪.বকেয়া খরচ কোন সম্পদের উদাহরণ? ক) চলতি দায় খ) চলতি সম্পত্তি গ) স্থায়ী সম্পদ ঘ) স্থায়ী দায় ৫. সামিয়া ও সাহাতাজ দুজন অংশীদার ৩ : ২ অনুপাতে মুনাফা ভাগ করে নেয়। তারেদ প্রারম্ভিক মূলধন ছিল ২০,০০০� ও ৩০,০০০ টাকা। বছর শেষে মুনাফার পরিমাণ ৯৬,০০০ টাকা। সাহাতাজের সমাপনী মূলধনের পরিমাণ কত? ক) ৪৮,৪০০ টাকা খ) ৫৮,৪০০ টাকা গ) ৬৮,৪০০ টাকা ঘ) ৭৮,৪০০ টাকা ৬. প্রতিষ্ঠানের ২৫,০০০ টাকার ৫% সরকারি পেপার নোটে লগ্নি রয়েছে। প্রাপ্তি-প্রদন হিসাবে লগ্নির সুদ রয়েছে ৯৫০ টাকা। আয়-ব্যয় বিবরণীতে লন্গির সুদ বাবদ কত টাকা দেখানো হবে? ক) ৩০০ টাকা খ) ৬৫০ টাকা গ) ৯৫০ টাকা ঘ) ১,২৫০ টাকা ৭. নগদ প্রবাহ বিবরণীতে বর্তমান বছরের সাথে কোন বছরের নগদ প্রবাহ পরিমাণ করা হয়? ক) চলতি বছরের খ) পরবর্তী বছরের গ) বিগত বছরের ঘ) পরবর্তী ছয় মাসের ৮. অবচয়কে কোন বিবরণীতে দেখানো হয় না? ক) আর্থিক অবস্থার বিবরণীতে খ) আয় বিবরণীতে গ) সংরক্ষিত আয় বিবরণীতে ঘ) নগদ প্রবাহ বিবরণীতে ৯. রহিম কোম্পানি একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান কর্তৃক বিপণন ব্যয় করার কারণ - র.পণ্যের চাহিদা সৃষ্টি রর.পুরাতন বাজার বজায় রাখা ররর.খরিদ্দারকে আকৃষ্ট করা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১০. মোট লাভ নির্ণয় করা যায় - র. নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করে রর. পরিচালন মুনাফার সাথে পরিচালন ব্যয় যোগ করে ররর. নিট বিক্রয় থেকে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বাদ দিয়ে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১১. কাঁচামালের ক্রয় বাজেটে কোন মজুদ কাঁচামাল যোগ করে দেখাতে হয়? ক) প্রারম্ভিক মজুদ কাঁচামাল খ) সমাপনী মজুদ কাঁচামাল গ) নিট মজুদ কাঁচামাল ঘ) ক ও খ উভয়ই ১২. মি. কাসেম হাই ফ্যাশন লি. - এর ব্যবস্থাপক। তিনি কোম্পানির দীর্ঘমেয়াদি আর্থিক স্বচ্ছলতা জানতে চান। এজন্য তাকে যে অনুপাত বিশ্লেষণ করা প্রয়োজন তা হলো - র. মালিকানা মোট সম্পদ অনুপাত রর. দায়-মালিকানা অনুপাত ররর. মূলধন গিয়ারিং অনুপাত নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১৩. প্রশাসনিক উপরিখরচে অন্তর্ভুক্ত নয় - র. যন্ত্রপাতির অবচয় রর. পরোক্ষ মজুরি ররর. ব্যবস্থাপকের বেতন নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র ও রর ১৪. মিস মারিয়া আক্তার জানুয়ারি ১ তারিখে ২/১০, ঊঙগ শর্তে ফারুকের নিকট ৪৫,০০০ টাকার পণ্য বিক্রয় করলেন। বিক্রয় ফেরত ১৮,০০০ টাকা। ফারুক ফেব্রুয়ারি ৮ তারিখে তার দেনা পরিশোধ করলে কত টাকা পরিশোধ করবে? ক) ২৪,৩০০ টাকা খ) ২৬,৪৬০ টাকা গ) ২৪,৮০০ টাকা ঘ) ৩৪,৪০০ টাকা ১৫. পরিচালন ব্যয়কে কয়টি শ্রেণিতে ভাগ করা যায়? ক) দুইটি খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি ১৬. অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কোনটি? ক) চুক্তি/চুক্তিপত্র খ) ধৈর্য গ) সদস্যা সংখ্যা ঘ) মুনাফা বন্টন ১৭. ‘মতি রেন্ট-এ-কার’ -এর মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ ১৫,০০০ টাকা। টেলিফোন বিল ৫,০০০ টাকা, বিদ্যুৎ বিল ৬,০০০ টাকা, ইন্টারনেট বিল ৭,৫০০ টাকা এবং পানির বিল ৪,০০০ টাকা হলে মিশ্র ব্যয়ের পরিমাণ কত? ক) ১৮,৫০০ টাকা খ) ২২,৫০০ টাকা গ) ২৭,৫০০ টাকা ঘ) ৩৩,৫০০ টাকা ১৮. কোনটিতে শুধুমাত্র জাতীয় লেনদেন সংঘঠিত হয়? ক) ব্যয় খ) খরচ গ) আয় ঘ) সম্পদ ১৯. বিগত হিসাবকালের কোনটির ওপর চলতি হিসাবকালে আয়কর প্রদান করা হয়? ক) চলতি দায়ের ওপর খ) চলতি সম্পত্তির ওপর গ) নিট ক্ষতির ওপর ঘ) নিট মুনাফার ওপর ২০. একক ইৎবধশ ঊাবহ ঈযধৎঃ এ কোন বিষয়গুলোর নির্দেশনা থাকে? র. বিক্রয় রেখা রর. উৎপাদন খরচ ও রাজস্ব রেখা ররর. স্থায়ী খরচ রেখা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২১. ইক্যুইটি কী? ক) মূলধন খ) সম্পত্তি গ) সম্পত্তির উপর মালিকের পূর্ণ অধিকার ঘ) মূলধন + সঞ্চিতি ও লাভ ২২. কোনটি প্রশাসনিক উপরিব্যয়? ক) বিজ্ঞাপন খরচ খ) বিক্রয় পরিবহন গ) অনাদায়ী পাওনা ঘ) সাধারণ খরচ ২৩. কোন সময়ে আগে আসলে আগে যাবে পদ্ধতি অধিক সুবিধাজনক? ক) মালের বাজারমূল্য যখন ঊর্ধ্বমুখী খ) মালের ক্রয়মূল্য যখন নিম্নগামী গ) মালের বাজারমূল্য যখন নিম্নমুখী ঘ) মালের ক্রয়মূল্য যখন ঊর্ধ্বমুখী ২৪. প্রতিটি ১০০ টাকা মূল্যের ৪,০০০ শেয়ারের বিক্রয়মূল্য ৪,২০,০০০ টাকা অন্যদিকে ৬,০০০ শেয়ারের বিক্রয়মূল্য ৫,৯০,০০০ টাকা। শেয়ার ও প্রিমিয়াম বাট্টার পরিমাণ কত? ক) ১০,০০০ ও ২০,০০০ টাকা খ) ২০,০০০ ও ১০,০০০ টাকা গ) ৩০,০০০ ও ২০,০০০ টাকা ঘ) ৪০,০০০ ও ২০,০০০ টাকা ২৫. কোম্পানির গঠন খরচ বা অন্যান্য ব্যয় বহন করার জন্য কোনো শেয়ার উদ্যোক্তাদের মধ্যে নামমাত্র মূল্যে বিলি করা হয়? ক) বোনাস শেয়ার খ) বিলম্বিত দাবিযুক্ত শেয়ার গ) রূপান্তরযোগ্য শেয়ার ঘ) রাইট শেয়ার ২৬. বিক্রয় আয় হতে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে কোনটি নির্ণয় করা হয়? ক) মোট মুনাফা খ) মোট ব্যয় গ) পরিচালন ব্যয় ঘ) বিক্রয় রাজস্ব ২৭. যৌথ মূলধনী কোম্পানির অন্তঃর্দায় হচ্ছে - র. অবচয় সঞ্চিতি রর. সঞ্চিতি তহবিল ররর. সংরক্ষিত মুনাফা
×