ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলা ১ম পত্র

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:০৫, ২৯ এপ্রিল ২০১৫

অষ্টম শ্রেণির পড়াশোনা

১. নিজের রাষ্ট্র ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হলে মানুষের যা পরিহার করা কর্তব্য- র. সুখের আয়োজন রর. দ্বিধা-সংকোচ ররর. ভয়-লজ্জা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) রর ও ররর ঘ) ররর ২ মালি বলতে বোঝানো হয়েছে- র.মালা রচনাকারী রর. মালাকর ররর. বাগান পরিচর্যাকারী নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৩. পাখোমকে বাসকিরদের দেশে যেতে কে প্ররোচিত করে। ক) স্টার্শিনা খ) তার স্ত্রী গ) মহাজন ঘ) শয়তান ৪. কর্মজীবনের শুরুতে কবি জসীমউদ্দীন কী পেশা গ্রহণ করেন? ক) সাংবাদিকতা খ) শিক্ষকতা গ) তথ্য ও প্রচার বিভাগে চাকরি ঘ) অধ্যাপনা ৫. সবুজ কেশে গয়না পরায় কে? ক) সাদা বক খ) কালো কাক গ) শিশির ঘ) প্রজাপতি ৬. কোন পাকিস্তানি শাসক ক্ষমতায় এসে সাধারণ নির্বাচন দিতে বাধ্য হন? ক) জুলফিকার আলী বুট্টো খ) ইয়াহিয়া খান গ) রাও ফরমান আলী ঘ) আইয়ুব খান ৭. ‘মাচেন্ট অব ভেনিস’ গল্পের লেখক কে? ক) মার্ক টোয়েন খ) লিও টলস্টয় গ) ড্যানিয়েল ডিফো ঘ) উইলিয়াম শেক্সপিয়ার ৮. ভলগা নদীতে স্টীমারে চড়ে পাখোম কোথায় পৌঁছেল? ক) বাসকিরদের দেশে খ) সামারায় গ) মস্কোয় ঘ) নতুন পত্তনিতে ৯. কোন আলো মুঠি মুঠি ছড়াবো? ক) দুপুরের খ) সন্ধ্যার গ) প্রভাতের ঘ) রাতের ১০. নিচের লেখা কোন কবি ট্রাম দুর্ঘটনায় নিহত হন? ক) জীবনানন্দ দাশ খ) আহসান হাবীব গ) সত্যেন্দ্রনাথ দত্ত ঘ) কায়কোবাদ ১১. অধিবেশনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল- ক) করাচিতে খ) ঢাকায় গ) লাহোরে ঘ) পাঞ্জাবে ১২. ‘জেতের ফাতা’ বলতে কী বোঝানো হয়েছে? ক) মানুষের পরিচয় খ) জাতের পরিচয় গ) জাতের বড়াই ঘ) বংশ গৌরব ১৩. ‘দুই বিঘা জমি’ কবিতায় বিভিন্ন জনের বক্তব্য বিষয়ে উপেনের যে পরিচয় পাওয়া যায়- র. সাধু মানুষ রর. দরিদ্র কৃষক ররর. সাধুবেশী চোর নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ১৪. যৌবনে কুকুরটির শক্তি-সামর্থ্য ছিল তা লেখক বুঝলেন- র. ল্যাজ নাড়া দেখে রর. ধারালো চাহনী দেখে ররর. শরীরের ক্ষয়িষ্ণ গঠন দেখে নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর ১৫. রজোগুণ মানে কী? ক) ক্ষাত্রশক্তি খ) জ্ঞানশক্তি গ) কর্মশক্তি ঘ) প্রেমশক্তি ১৬. নিচে গল্প থেকে কিছু নাম উল্লেখ করা হলো- র. শাম, জাল, রোস্তম, সোহরাব রর. জাল, সোহরাব, রোস্তম, শাম ররর. সোহরাব রোস্তম, শাম নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র ও ররর ১৭. ডবল টিনের ক্যাশবাক্সে যা থাকে তা হলো- র. টাকাকড়ি রর. গয়নাগাটি ররর. অস্ত্রশস্ত্র নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও রর গ) রর ঘ) ররর ১৮. ‘ধানসিঁড়ি’ কিসের নাম? ক) নদীর খ) শহরের গ) ধানের ঘ) গ্রামের ১৯. ‘রখ্শ’ কার ঘোড়ার নাম? ক) রোস্তমের খ) সোহরাবের গ) জালের ঘ) কায়কাউসের ২০. ‘নীর’ শব্দের অর্থ কী? ক) পানি খ) বাসা গ) মধু ঘ) নদী ২১. স্বদেশি আন্দোলনের সাক্ষর বহনকারী লোকশিল্প কোনটি? ক) নকশিকাঁথা খ) জামদানি গ) খাদি ঘ) হাসিয়া ২২. রবীন্দ্র কাব্যরীতির বাইরে স্বতন্ত্র কাব্যধারার প্রতিষ্ঠাতাদের অন্যতম কে? ক) কামিনীয় রায় খ) সত্যেন্দ্রনাথ দত্ত গ) বুদ্ধদেব বসু ঘ) সুফিয়া কামাল ২৩. ‘‘এ যে রাশি রাশি সোনার মোহর।’’ এখানে রাশি রাশি দ্বিরুক্তিটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? ক) স্বল্পতা বুঝাতে খ) আধিক্য বুঝাতে গ) সোনার চাকচিক্য বুঝাতে ঘ) সৌন্দর্য বুঝাতে ২৪. কাজির দরবার থেকে কোজাইকে হতাশ হয়ে ফিরতে হলো কেন? ক) প্রমাণের অভাবে খ) কাজির পক্ষপাতের কারণে গ) অর্ধেক মোহর পাওয়ার কারণে ঘ) কাজির খারাপ আচরণের কারণে ২৫. কাজি কোন ভাষার শব্দ? ক) আরবি খ) ফারসি গ) হিন্দি ঘ) উর্দু ২৬. মাঝিকে কার বকুনি খেতে হবে না বলে কানাই আশ্বস্ত করছে? ক) বাবার খ) মায়ের গ) বোনের ঘ) দাদার ২৭. ১৯০৭ সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাস ‘ভারতী’ পত্রিকায় প্রকাশিত হয়? ক) দেনাপাওনা খ) বড়দিদি গ) পথের দাবি ঘ) শেষ প্রশ্ন ২৮. আলী কোজাই নাজিমকে কী রাখতে অনুরোধ করল? ক) মোহরের কলসি খ) সঞ্চিত সম্পদ গ) জলপাইয়ের কলসি ঘ) জমির দলিল ২৯. আরাকান রাজ্যের রাজসভায় সাহিত্যচর্চা করেছেন- র. বিহারীলাল চক্রবর্তী রর. দৌলত কাজী ররর. আলাওল নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) রর ও ররর ঘ) ররর ৩০. নিচের কোন বানানটি সঠিক? ক) সন্নাসী খ) সন্যাসী গ) সন্ন্যাসী ঘ) সন্নাসি ৩১. সন্ন্যাসী বেশে উপেনের কয় বছর কেটেছিল? ক) পনেরো-ষোলো খ) সতেরো-আঠারো গ) উনিশ-বিশ ঘ) বারো-তেরো ৩২. নিচের কোনটি কামিনী রায়ের রচনা বলয়ের বাইরে? ক) আলো ও ছায়া খ) দীপ ও ধূপ গ) নির্মাল্য ঘ) সংগীত শতক ৩৩. সবুজ শস্যের খেতে আলো জ্বালায় কে? ক) থোকা থোকা জোনাকি খ) শরৎকালের শিশির গ) সাদা সাদা বক ঘ) প্রজাপতির ঝাঁক ৩৪. ‘বিধিবাম’ বাগধারাটির অর্থ কী? ক) বিধি বাম দিকে আছে খ) বিধির অনুগ্রহ গ) সৌভাগ্য ঘ) দুর্ভাগ্য ৩৫. আবদুল গাফ্ফার চৌধুরী কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন? ক) ইংরেজি খ) বাংলা গ) ইতিহাস ঘ) দর্শন
×