ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সময় কাটে তাসে

প্রকাশিত: ০৬:১০, ২৯ এপ্রিল ২০১৫

সময় কাটে তাসে

ওরা পথশিশু। বয়স পাঁচ থেকে ১০ বছরের মধ্যে। নেই কোন স্থায়ী ঠিকানা। নেই কোন নাগরিক অধিকার, সুস্থ বিনোদনের জায়গা। তাই তো তারা মেতেছে অসুস্থ খেলায়। বাবার তাস নিয়ে খেলাই তাদের বিনোদন হয়ে উঠেছে। কিন্তু এ বয়সে তাদের হাতে থাকার কথা ছিল বইখাতা আর কলম। সমাজ সেটা দিতে পারেনি। এভাবেই হয়ত তারা জড়িয়ে যাবে অন্ধকার পথে। ছবিটি হাতিরঝিল লেকের পাশ থেকে তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×