ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কচ্ছপ দৌড়াবে দ্বিগুণ গতিতে

প্রকাশিত: ০৫:৫৮, ২৯ এপ্রিল ২০১৫

কচ্ছপ দৌড়াবে দ্বিগুণ গতিতে

কথায় কথায় ধীরগতির মানুষের গতিকে কচ্ছপের গতির সঙ্গে তুলনা করা হয়। কারণ, কচ্ছপের ধীরগতিতে চলা। তবে কচ্ছপ যে দৌড় প্রতিযোগিতায় খরগোশকেও হারাতে পারে সে গল্প আমরা সবাই কম-বেশি জানি। খরগোশ বেচারা যদি আলসেমী না করত তাহলে যে কচ্ছপকে টেক্কা দেয়া কোন বিষয় ছিল না তা বলাই যায়। তবে এখন কচ্ছপকে আর ধীর বলে ঠাট্টা করতে পারবেন না, কচ্ছপও ছুটে চলবে দ্রুতগতিতে। শতবর্ষী এক কচ্ছপের গতি দ্বিগুণ হয়ে যাচ্ছে। কি অবাক হয়ে ভাবছেন, এটা কিভাবে সম্ভব। প্রযুক্তি। কচ্ছপের গায়ে চাকা লাগিয়ে দিলেই কচ্ছপ ছুটে চলবে দ্রুত গতিতে, তার নামে ধীরগতির অপবাদ ঘুচিয়ে। ইতোমধ্যে জুড রাইডার নামক এক ব্যক্তি একটি কচ্ছপের গায়ে গ্লু দিয়ে চাকা লাগিয়ে দিয়েছেন। আর এতেই বেড়ে গেছে কচ্ছপের গতি। কচ্ছপটির নাম মিসেস টি। কচ্ছপটি মিস্টার জুড রাইডারের পালিত। একে নিয়মিত তত্ত্বাবধান করেন তিনি ও তাঁর মেয়েরা। মূলত ইঁদুরের আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্যই রাইডার কচ্ছপের গায়ে চাকা লাগিয়ে দেয়ার চিন্তা করেন। ইঁদুর দেখলে কচ্ছপটি যাতে দ্রুত নিরাপদে সরে আসতে পারে, সে চিন্তা থেকেই রাইডারের এই অভিনব চিন্তা। সূত্রঃ ডেইলি মেইল
×