ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জাতিসংঘের তথ্য

নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ৮০ লাখ মানুষ

প্রকাশিত: ০৪:৫৮, ২৯ এপ্রিল ২০১৫

নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ৮০ লাখ মানুষ

নেপালের ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় ৮০ লাখ মানুষের জীরন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। শনিবার দুপুরের ঠিক আগে সংঘটিত ৭ দশমিক ৯ মাত্রার ওই ভূমিকম্পে মঙ্গলবার সকাল পর্যন্ত ৪,৩১০ জনের মৃত্যু সংবাদ পাওয়া গেছে বলে জানিয়েছে নেপাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আহত হয়েছেন আরও ৭,৫৯৮ জন। ভূমিকম্পে নিহতের সংখ্যা ১০,০০০ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী সুশিল কৈরালা। ভূমিকম্পের পর ত্রাণ কাজে ধীরগতিতে খোলা আকাশের নিচে তৃতীয় রাত কাটানো বিপন্ন হাজারো মানুষের মাঝে ক্ষোভ সঞ্চার হচ্ছে। দুর্গত এলাকায় ত্রিপল, পরিষ্কার পানি থেকে শুরু করে সাবান ও ওষুধের মতো ত্রাণসামগ্রী জরুরী ভিত্তিতে পাঠানো দরকার বলে জানিয়েছে জাতিসংঘ। খবর বিবিসি অনলাইনের সর্বশেষ সমীক্ষার পর এক প্রতিবেদনে জাতিসংঘের নেপাল দফতরের আবাসিক প্রতিনিধি বলেছেন, ‘প্রাথমিক হিসাব ও ভূমিকম্প তীব্রতার সর্বশেষ মানচিত্রানুযায়ী, ৩৯টি জেলার ৮০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এদের মধ্যে ২০ লাখ মারাত্মক ক্ষতিগ্রস্ত ১১টি জেলার বাসিন্দা।’ জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ জানিয়েছে, ভূমিকম্পের পর থেকে খাদ্য ও পানযোগ্য পরিষ্কার পানির সরবরাহ অপ্রতুল হয়ে পড়েছে। ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার পর বেশ কয়েকটি আফটার শক বা ভূমিকম্প পরবর্তী ভূ- কম্পনের কারণে পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে। এতে জরুরীভাবে যাদের কাছে ত্রাণ পৌঁছানো দরকার সেখানে তা পাঠানো বিঘœ ঘটছে। লণ্ডভণ্ড, বিশৃঙ্খল পরিস্থিতিতে ত্রাণ পৌঁছে দিতে হিমশিম খাচ্ছেন ত্রাণকর্মীরা। সোমবার ভূমিকম্পের দু’দিন পর রাজধানী কাঠমান্ডুর পরিস্থিতি অনেকটা শান্ত ছিল। এদিন শহরের ছোট ছোট মুদি দোকানগুলো তাদের ঝাঁপি খুললেও বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো এদিন বন্ধ ছিল। পেট্রোল পাম্পগুলোতে জ্বালানির জন্য গাড়ি ও ট্রাকের দীর্ঘ লাইন পড়েছে।
×