ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গাজায় স্কুলে হামলার জন্য ইসরাইল দায়ী ॥ জাতিসংঘ তদন্ত বোর্ড

প্রকাশিত: ০৪:৫৬, ২৯ এপ্রিল ২০১৫

গাজায় স্কুলে হামলার জন্য ইসরাইল দায়ী ॥ জাতিসংঘ তদন্ত বোর্ড

গাজায় গত বছর জাতিসংঘের স্কুলে ইসরাইলী হামলায় অন্তত ৪৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। স্কুলগুলোতে নিরাপত্তার জন্য আশ্রয় নেয়া ওই ফিলিস্তিনিদের মৃত্যুর জন্য ইসরাইলী সামরিক বাহিনী দায়ী, বলেছে জাতিসংঘের এক নিরপেক্ষ তদন্ত বোর্ড। খবর আলজাজিরা অনলাইনের। গাজায় স্কুলে ৭টি মারাত্মক হামলার জন্য ইসরাইলী নিরাপত্তা বাহিনীকে দোষারোপ করেছে তদন্ত বোর্ড। জাতিসংঘ মহাসচিব বান কি মুন সোমবার এক বিবৃতিতে বলেছেন, সংস্থার স্কুলগুলোতে ওই হামলায় কমপক্ষে ৪৪ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে অন্তত ২শ’ ২৭ জন, তিনি এ হামলার জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, এটা চরম মারাত্মক অবস্থা। যারা নিরাপত্তার জন্য তাদের ওপর আশা করে আশ্রয় চেয়েছিল তাদের সেখানে আশ্রয় দেয়া হয়, কিন্তু তাদের আশা ও বিশ্বাস রক্ষা করা যায়নি। তদন্তে দেখা যায়, গাজায় জাতিসংঘের ৩টি খালি স্কুলে অস্ত্রশস্ত্র ছিল এবং দুটি স্কুল থেকে ফিলিস্তিনি যোদ্ধারা সম্ভবত ইসরাইলী সৈন্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়েছে। বান কি মুন এটিকেও অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। আল জাজিরা নিউইয়র্কে জাতিসংঘের প্রধান দফতর থেকে রিপোর্টে উল্লেখ করেছে যে, সংস্থান রিপোর্টে বলা হয় যে তিনটি স্কুলে অস্ত্রশস্ত্র দেখা গেছে যেগুলো মানুষের জন্য নিরাপদ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল না। সে ভবনগুলো খালি ছিল। অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে ২০১৪ এর যুদ্ধ গাজার ১০ লাখ ৮০ হাজার মানুষের জন্য ছিল অত্যন্ত ধ্বংসকর। জাতিসংঘের এক হিসেবে বলা হয়, ওই যুদ্ধে ২ হাজার ২শ’র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের অধিকাংশই বেসামরিক লোক।
×