ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিইউএফটি বিজনেস ক্লাবের সূচনা

প্রকাশিত: ০৪:৩৫, ২৯ এপ্রিল ২০১৫

বিইউএফটি বিজনেস ক্লাবের সূচনা

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এ্যান্ড টেকনোলজি (বিইউএফপি)-এর বিজনেস স্টাডিস বিভাগ আয়োজিত। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে ‘বিইউএফটি বিজনেস ক্লাব’-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়্ বিইউএফটি বিজনেস ক্লাব লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের নানামুখী শিক্ষণীয় ও উন্নয়নশীল কর্মকা-ের মাধ্যমে বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে এবং বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে আলোচিত বিষয়গুলো সম্পর্কে ছাত্রছাত্রীদের জ্ঞানার্জনে অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম হবে। অনুষ্ঠানে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গার্মেন্টস সেক্টরের অবদান এবং এর প্রতিকূলতা বিষয় সম্পর্কে এক বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, নির্বাহী পরিচালক সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সভাপতিত্ব করেন বিইউএফটির সম্মানিত প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোজাফ্ফর উদ্দিন সিদ্দিক। -বিজ্ঞপ্তি। ঘরে বসেই রিটার্ন দাখিল অর্থনৈতিক রিপোর্টার ॥ ঘরে বসেই অনলাইনে রিটার্ন দাখিল করাসহ যাবতীয় কাজ সম্পাদন করতে পারবেন করদাতারা। এমনকি রাজস্ব নিরূপণ নিয়ে কোন আপত্তি থাকলে তার জন্য কোন দফতরে যাওয়ার প্রয়োজন নেই। ঘরে বসেই অনলাইনে আপিল করা যাবে এবং অনলাইনে রায়ের কপিও পাওয়া যাবে। সম্প্রতি সাভারের একটি কমিউনিটি সেন্টারে করদাতা উদ্বুদ্ধকরণ সেমিনারে এসব তথ্য জানান মূসক কর্মকর্তারা। জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সাভার বিভাগ আয়োজিত এ সেমিনারে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ সম্পর্কে আলোচনা করা হয়। জনসচেতনতার অংশ হিসেবে সেমিনারে অনলাইনে কর দেয়ার বিভিন্ন সুবিধা সম্পর্কে করদাতাদের জানানো হয়। ঘরে বসেই কর দেয়ার বিভিন্ন পদ্ধতিও আলোচনা করা হয়। এছাড়া রিটার্ন দাখিলের জন্য আর মূসক অফিসে যেতে হবে না। দেশের যে কোন প্রান্ত থেকে অনলাইনে মূসক দাখিল করার সুবিধাসমূহ বিস্তারিত আলোচনা করা হয়।
×