ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে যুবক খুন

প্রকাশিত: ০৬:০০, ২৮ এপ্রিল ২০১৫

হবিগঞ্জে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে যুবক খুন

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২৭ এপ্রিল ॥ স্ট্যান্ড দখল নিয়ে রবিবার রাতে হবিগঞ্জের উপজেলা নবীগঞ্জের রুদ্ধ্রগ্রাম এলাকায় বেলাল মিয়া (২৫) নামে এক সিএনজি অটোরিক্সাচালককে কুপিয়ে হত্যা ও পাল্টা সংঘর্ষ-ভাংচুরের ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি নবীগঞ্জ পৌর এলাকার বাসিন্দা ফারুক মিয়ার পুত্র। নিহতের পরিবারে চলছে শোকের মাতম। উভয় পক্ষের মধ্যে বিরাজ করছে তীব্র উত্তেজনা। পুলিশ রয়েছে সর্বোচ্চ সতর্কাবস্থায়। শনিবার নবীগঞ্জ আইনগাঁও সড়কে সিএনজি অটোরিক্সার স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে ফারুক মিয়া ও দুলাল মিয়া গং শ্রমিকদের মাঝে মৃদু সংর্ঘষের ঘটনা ঘটে। এদিন রাতে উভয় পক্ষ থানায় মামলা করে। কিন্তু রবিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে নবীগঞ্জের শেরপুর রোডে মা হোটেলের সম্মুখে প্রতিপক্ষর সশস্ত্র শ্রমিকসহ ভাড়াটে কিছু লোক বেলালকে কুপিয়ে গুরুতর আহত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় সন্ত্রাসীরা তার মৃত্যু নিশ্চিত ভেবে পালিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় বেলালকে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলাল মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ ঘটনার পর বেলালের লোকজন জনৈক শামসু মিয়া নামে এক ব্যক্তিকে পিটিয়ে গুরুতর আহত এবং দোকান ভাংচুর করেছে। আহত শামসুকে মুমূর্ষু অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সোমবার বিকেলে নিহত বেলালের মরদেহ ময়না তদন্ত শেষে তার নিজ বাড়িতে আনা হয়।
×