ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তিন সিটি নির্বাচন

আজ বিকেল পাঁচটা পর্যন্ত মোবাইলে লেনদেন বন্ধ

প্রকাশিত: ০৫:৪৩, ২৮ এপ্রিল ২০১৫

আজ বিকেল পাঁচটা পর্যন্ত মোবাইলে লেনদেন বন্ধ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকার দুই ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে আজ মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত গ্রাহকপর্যায়ে মোবাইল ফোনে সব ধরনের আর্থিক লেনদেন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সারাদেশের জন্যই এ নির্দেশনা প্রযোজ্য হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র ম. মাহফুজুর রহমান। এর আগে, বাংলাদেশ ব্যাংকের এক নির্দেশনায় বলা হয়েছিল সোমবার বিকেল ৩টা থেকে আজ মঙ্গলবার রাত বারোটা পর্যন্ত সর্বোচ্চ এক হাজার টাকা লেনদেন করা যাবে। পরে নির্বাচন কমিশনের অনুরোধে সব ধরনের লেনদেন বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে মোবাইল সার্ভিস প্রোভাইডার, ব্যাংক ও তাদের সাবসিডিয়ারি প্রতিষ্ঠানকে এ নির্দেশনা জানিয়ে দিয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচন কমিশনের অনুরোধে আজ মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত সারাদেশে কর্মরত সব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের গ্রাহকপর্যায়ের লেনদেন সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। প্রসঙ্গত, আজ ২৮ এপ্রিল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতিদিন ৩০০ কোটি টাকার বেশি লেনদেন হচ্ছে। তবে ভোটের আগে ‘বিকাশ’ করে ভোট কিনতে টাকা ছড়ানোর শঙ্কা প্রকাশ করে ঢাকার একজন মেয়র প্রার্থী নির্বাচন কমিশনকে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছিলেন। বর্তমানে দেশে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে টাকা পাঠানো, বেতন ভাতা দেয়া, ইউটিলিটি বিল পরিশোধ, মার্চেন্ট পেমেন্ট কার্যক্রম পরিচালিত হয়। সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় এক লাখ এজেন্টের মাধ্যমে এক কোটির বেশি গ্রাহক এই সেবা নিচ্ছেন।
×