ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মানবাধিকার রক্ষার স্বার্থে দুষ্কৃতকারীদের দমন করতে হবে ॥ মিজানুর

প্রকাশিত: ০৪:২৭, ২৮ এপ্রিল ২০১৫

মানবাধিকার রক্ষার স্বার্থে দুষ্কৃতকারীদের দমন করতে হবে ॥ মিজানুর

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য প্রশাসনকে সাহসী ভূমিকা পালন করতে হবে। বৃহত্তর জনগোষ্ঠীর মানবাধিকার রক্ষার স্বার্থে তাদের সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের দমন করতে হবে। তিনি বলেন, শিশুদের রাজনৈতিক কর্মকা-ে ব্যবহার শিশু অধিকার সনদের সুস্পষ্ট লঙ্ঘন। তাই শিশুদের যারা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাদের আইনের আওতায় আনা পুলিশ প্রশাসনের পবিত্র দায়িত্ব। এ দায়িত্ব পালনে তারা আন্তরিক হবেন বলে প্রত্যাশা করেন ড. মিজানুর রহমান। মঙ্গলবারের সিটি কর্পোরেশন নির্বাচনও শান্তিপূর্ণ পরিবেশে হবে বলে প্রত্যাশা করে ড. মিজানুর রহমান বলেন, নাগরিকরা সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। সোমবার দুপুরে যশোরের শংকরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে রাইটস যশোর আয়োজিত ‘শিশুর প্রতি সহিংসতা নিরসন’ শীর্ষক অবহিতকরণ ও প্রচার সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর, অতিরিক্ত পুলিশ সুপার কেএম আরিফুল হক, জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন ও রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক। বক্তব্য দেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হারুন অর রশিদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পৌর কাউন্সিলর রোকেয়া পারভীন ডলি, প্রধান শিক্ষক নজরুল ইসলাম বুলবুল, রাইটস যশোরের প্রোগ্রাম ম্যানেজার আজহারুল ইসলাম, মানবাধিকার কর্মী সরোয়ার হোসেন, শিক্ষার্থী জান্নাতুন নাহার মুনমুন, নয়ন হোসেন প্রমুখ।
×