ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

স্কটল্যান্ড ইস্যুতে সমর্থন হারাচ্ছে ক্যামেরনের দল

প্রকাশিত: ০৪:০১, ২৮ এপ্রিল ২০১৫

স্কটল্যান্ড ইস্যুতে সমর্থন হারাচ্ছে ক্যামেরনের দল

ব্রিটেনের আসন্ন সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কনজারভেটিভ পার্টি স্কটল্যান্ড ইস্যুতে ডেমোক্র্যাটিক ইউনিয়নিস্ট পার্টি ডিইউপির সমর্থন হারাবে বলে দলটির পক্ষ থেকে হুঁশিয়ারি করা হয়েছে। সম্প্রতি ওয়েস্টমিনিস্টারে দলটির নেতা নাইজেল ডড্্স এ হুঁশিয়ারি দেন। হুঁশিয়ারিতে বলা হয়েছে, হাউস অব কমন্সে স্কটল্যা- ইস্যুটি ভালভাবে মোকাবিলা করতে পারেননি টোরি নেতারা। ডিইউপির এ ঘোষণা প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সরকার গঠনের সম্ভাবনা আরও ঝুঁকির মুখে পড়ল। খবর গার্ডিয়ান অনলাইনের। নাইজেল ডড্্স এ হুঁশিয়ারিতে জাতীয়তাবাদী উন্মাদনা ছড়িয়ে দেয়ার বিপদ সম্পর্কে আভাস দিলেন। গার্ডিয়ানকে তিনি বলেন, আগামী ৭ মের পর যুক্তরাজ্য সহজেই একটি স্থিতিশীল সরকার পাবে না। এজন্য সরকার অথবা বিরোধী দলে দায়িত্ববান রাজনীতিবিদ দরকার বলে মত দেন তিনি। খাবারের খোঁজে ঘড়ি ধরে দোকানের দরজায় প্রতিদিন হাজির হয় একটি ষাঁড়! খাবার মিললে তবেই সরে যায়। এমন ঘটনা ঘটছে ভারতের অসমের করিমগঞ্জে। এলাকাবাসী জানান, প্রতিদিন ষাঁড়টি পৌঁছায় নির্দিষ্ট কয়েকটি দোকানে। দোকানদাররা বিস্কুট, কেক, পরোটা বা যা দেন, তাই খেয়ে সরে যায়। দোকানদাররাও প্রতিদিন ষাঁড়ের অপেক্ষায় থাকেন। -আনন্দবাজার মোবাইলে ভূমিকম্পের পূর্বাভাস ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগেই সতর্ক করে দিতে পারে স্মার্টফোন। এতে থাকা গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস ভূমিকম্প শনাক্ত করতে পারে এবং আঘাত হানার কয়েক সেকেন্ড আগেই তা জানিয়ে দিতে পারে। মার্কিন সাময়িকী সায়েন্স এ্যাডভান্সেস এ প্রকাশিত হয়েছে গবেষণা নিবন্ধটি। গবেষকেরা বলছেন, স্মার্টফোনের জিপিএস রিসিভার বৈজ্ঞানিক যন্ত্রপাতির তুলনায় নিখুঁত না হলেও মাঝারি থেকে বড় মাত্রার ভূমিকম্প সহজে ধরতে পারে।-ওয়েবসাইট
×