ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কোম্পানির মাধ্যমে ট্যাক্স আদায়ের প্রস্তাব

প্রকাশিত: ০৩:৫৮, ২৮ এপ্রিল ২০১৫

কোম্পানির মাধ্যমে ট্যাক্স আদায়ের প্রস্তাব

অর্থনৈতিক রিপোর্টার ॥ তালিকাভুক্ত কোম্পানির মাধ্যমে ক্যাপিটাল গেইন ট্যাক্স আদায়ের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের কাছে প্রস্তাব করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ (বিএসইসি) কয়েকটি প্রতিষ্ঠান। কর আদায়ে জটিলতা নিরসনে প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে এ প্রস্তাব দেয়া হয়েছে। ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ ও উভয় স্টক এক্সচেঞ্জের ব্রোকার এ্যাসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দের সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের বৈঠকে এ প্রস্তাব দেয়া হয়। সেফের ভাইস চেয়ারম্যান হলেন আবদুল মজিদ অর্থনৈতিক রিপোর্টার ॥ সাউথ এশিয়ান ফেডারেশন অব এক্সচেঞ্জেস (সেফ)-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান ড. মুহাম্মদ আবদুল মজিদ। রবিবার সেফের বার্ষিক সাধারণ সভায় তাঁকে এই পদে নির্বাচিত করা হয়। সেফের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন কলম্বো স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ভিজারা কুলাতিলাকি। বার্ষিক সাধারণ সভায় গত মেয়াদে অসামান্য অবদান রাখার জন্য সেফের সাবেক চেয়ারম্যান ড. মজিদকে ধন্যবাদ জানানো হয় এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের জন্য নির্বাচিত করা হয়।
×