ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সংক্ষিপ্ত সংবাদ

প্রকাশিত: ০৬:২৬, ২৭ এপ্রিল ২০১৫

সংক্ষিপ্ত সংবাদ

বাংলাদেশ নৌবাহিনীর বাস্কেট বল প্রতিযোগিতা রবিবার খুলনার বানৌজা তিতুমীরের সার্বিক ব্যবস্থাপনায় ঘাঁটিস্থ মাঠে অনুষ্ঠিত হয়েছে। সমাপনী দিনে কমোডর কমান্ডিং খুলনা কমোডর সামসুল আলম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। আট দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটির মোট ৯ দল অংশগ্রহণ করে। বানৌজা তিতুমীর ও শহীদ মোয়াজ্জম দলের মধ্যে চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। এতে বানৌজা তিতুমীর দল বানৌজা শহীদ মোয়াজ্জম দলকে ১১০-৫০ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বানৌজা শহীদ মোয়াজ্জম দলের এম তালেব সেরা খেলোয়াড় নির্বাচিত হন।- বিজ্ঞপ্তি শেখ কামাল নিটল টাটা ফুটবল লীগ শুরু স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় কুড়িগ্রাম জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় মাসব্যাপী শেখ কামাল নিটল টাটা ফুটবল লীগ শুরু হয়েছে। রবিবার লীগের উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম আজাদ। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ্, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সিরাজুল ইসলাম টুকু, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি মানষ দাস ধলু। লীগে ৪ গ্রুপে জেলার ১২ দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় এ স্পোর্টস ক্লাব ৩-০ গোলে ম্যাগলাইন ক্লাবকে পরাজিত করে। অংশগ্রহণকারী ক্লাবগুলো- মিতালী ক্রীড়া সংঘ, এ স্পোর্টস ক্লাব, ম্যাগলাইন, খেলাধুলা সংঘ, এসএমজি, ইএসএস, সোনালী ধরলা, যুব সংসদ, রাইজিং স্টার, টেক্সটাইল মোড় ক্লাব, নাইন স্টার ও ফ্লেমিংগো ক্লাব। সৌরভের মহানুভবতা স্পোর্টস রিপোর্টার ॥ বাংলা অনুর্ধ-১৯ (পশ্চিমবঙ্গ) ক্রিকেট দলের অধিনায়ক অঙ্কিত কেশরির অকাল মৃত্যু ছুঁয়ে গেছে গোটা ভারতকে। শোকে মুহ্যমান অগণিত ক্রিকেটপ্রেমী। সাবেক অধিনায়ক হিসেবে দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই) থেকে প্রাপ্ত অর্থের পুরোটাই অঙ্কিতের পরিবারের হাতে তুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন সৌরভ গাঙ্গুলী। সাবেক অধিনায়ক হিসেবে সৌরভ বিসিসিআই থেকে প্রতিবছর ৪ লাখ ২০ হাজার টাকা পেনশন হিসেবে পেয়ে থাকেন। গত ২০ এপ্রিল খেলা চলাকালে এক সতীর্থের সঙ্গে ধাক্কা লাগে উনিশ বছরের ওই ক্রিকেটারের। তিনদিন হাসপাতালে থাকার পর মারা যান তিনি। ফিল হিউজের মতো রবিবার আইপিএলে রাজস্থান রয়্যালসের বিপক্ষে কলকাতার একাদশে ষোলোতম ব্যক্তি হিসেবে রাখা হয় অকাল প্রয়াত অঙ্কিতকে। শিরোপার অপেক্ষায় বেয়ার্ন স্পোর্টস রিপোর্টার ॥ জার্মান বুন্দেসলিগায় ঘাম ঝরানো জয় পেয়েছে বেয়ার্ন মিউনিখ। শনিবার অনুষ্ঠিত ম্যাচে বাভারিয়ানরা ১-০ গোলে হারায় হার্থা বার্লিনকে। বিজয়ী দলের হয়ে ম্যাচের ৮০ মিনিটে জয়সূচক গোল করেন মিডফিল্ডার বাস্তিয়ান শোয়ানস্টাইগার। এই জয়ে শিরোপার আরও কাছে পৌঁছে গেছে বেয়ার্ন। বর্তমানে ৩০ ম্যাচে বেয়ার্নের পয়েন্ট ৭৬। এক ম্যাচ কম খেলা উলফসবার্গের পয়েন্ট ৬১। ৩৪ পর্বের এই লীগে দুই দলের পয়েন্ট সমান হলে পুরো লীগে গোল পার্থক্যের হিসেবে চ্যাম্পিয়ন নির্ধারণ হবে। তাতে অনেক এগিয়ে বর্তমান শিরোপাধারীরা। লীগের বর্তমান যে হালহকিকত তাতে পরের ম্যাচে এক পয়েন্ট পেলেই তিন ম্যাচ হাতে রেখে শিরোপা ধরে রাখা নিশ্চিত হবে পেপ গার্ডিওলার দলের। অথবা রবিবার রাতে দ্বিতীয় স্থানে থাকা উলফসবার্গ বরুসিয়া মনশেনগ্ল্যাড ব্যাচের কাছে হেরে গেলেই শিরোপা জয়ের উচ্ছ্বাসে ভাসবে বেয়ার্ন মিউনিখ। ডেভিস কাপ এশিয়া-ওশানিয়া জোনে বাংলাদেশ স্পোর্টস রিপোর্টার ॥ বাহরাইন টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় পর্যন্ত অনুষ্ঠিতব্য ডেভিস কাপ এশিয়া-ওশানিয়া অঞ্চল গ্রুপ-৪’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় স্বাগতিক বাহরাইন, বাংলাদেশ, ইরাক, জর্দান, কিরঘিজস্তান, ওমান, প্যাসিফিক ওশানিয়া, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন অংশগ্রহণ করছে। নন-প্লেইং ক্যাপ্টেন খালেদ আহমেদ, কোষাধ্যক্ষ, বিটিএফের নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট বাংলাদেশ দল বর্তমানে বাহরাইনে অবস্থান করছে। দলের খেলোয়াড়গণ হচ্ছেনÑ শ্রী অমল রায়, রঞ্জন রাম, শ্রী বিপ্লব রাম ও শিবু লাল। বাংলাদেশ দল পুল- ‘বি’ তে সংযুক্ত আরব আমিরাত, কিরঘিজস্তান, সিঙ্গাপুর ও ওমানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে। বাস্কেট বলে চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটর্স স্পোর্টস রিপোর্টার ॥ সিটিসেল ফেডারেশন কাপ বাস্কেট বলে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা গ্ল্যাডিয়েটর্স। গত রবিবার অনুষ্ঠিত ফাইনালে তারা ৯২-৬৬ পয়েন্টে পরাজিত করে ধূমকেতু ক্লাবকে। চ্যাম্পিয়ন দলের সোয়েব সর্বোচ্চ করেন ২৩ ও স্বাদিস ২২। বিজিত দলের তারেক ৬৪ পয়েন্ট স্কোর করেন। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। উপস্থিত ছিলেন, সিটিসেল কর্মকর্তা, সুমন ভট্টাচার্য্য, তাসলিম আহমেদ, ধানম-ির বাস্কেট বল জিমন্যাসিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হন ধূমকেতু ক্লাবের তারেক। ফেডারেশন সম্পাদক লে. কমান্ডার একে সরকার অতিথিদের ক্রেস্ট প্রদান করেন। ফাইনালে আরও উপস্থিত ছিলেন বিওএ’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব) ফখরুদ্দিন হায়দার।
×