ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাতীয় সার্ফিং চ্যাম্পিয়নশিপ শুরু

প্রকাশিত: ০৬:২৪, ২৭ এপ্রিল ২০১৫

জাতীয় সার্ফিং চ্যাম্পিয়নশিপ শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ সার্ফিং এ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে আজ সোমবার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে শুরু হচ্ছে ব্র্যাক চিকেন জাতীয় সার্ফিং প্রতিযোগিতা। শেষ হবে মঙ্গলবার। লাবনী পয়েন্টে তিন ক্যাটাগরিতে (পেশাদার পুরুষ, মহিলা, বিগেনার) মোট ৭০ সার্ফার অংশ নেবে টুর্নামেন্টে। বিজয়ীদের জন্য থাকছে প্রাইজমানি। পেশাদার পুরুষ ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবেন যথাক্রমে ২০, ১৫, ১০ হাজার টাকা। মহিলা ও বিগেনার ক্যাটাগরিতে প্রথম তিন বিজয়ী পাবেন যথাক্রমে ১০, ৬ ও ৪ হাজার টাকা। প্রতিযোগিতা উপলক্ষে আগে থেকেই ট্রেনিং ক্যাম্পের ব্যবস্থা করেছিল বাংলাদেশ সার্ফিং এ্যাসোসিয়েশন। প্রায় শতাধিক দেশী সার্ফারকে প্রশিক্ষণ দিয়েছে যুক্তরাষ্ট্রের হাওয়াইভিত্তিক সার্ফিং দ্যা নেশন্সের ২৩ সদস্যের দল। রবিবার কক্সবাজার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আয়োজন করে সার্ফিং এ্যাসোসিয়েশন। এতে উপস্থিত ছিলেন সার্ফিং এ্যাসোসিয়েশনের সভাপতি এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী, বিশিষ্ট কণ্ঠশিল্পী তাহসান, ব্র্যাক এন্টারপ্রাইজের এজিএম এইচইউএম মেহেদী সাজ্জাদ, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ম্যানেজার, পিআর পারভেজ আহমেদ চৌধুরী, সার্ফিং দ্যা নেশনের টিম লিডার জ্যাক ট্রেইন, এ্যাসোসিয়েশনের সমন্বয়কারী মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম লিটন, কক্সবাজার ক্রীড়া সংস্থার সভাপতি অনুপ বড়ুয়া অপু প্রমুখ। আজ প্রতিযোগিতার উদ্বোধন করবেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন। এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘সার্ফিং নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এ প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া প্রতিযোগীদের প্রায় ১৬ দিন প্রশিক্ষণ দিয়েছেন সার্ফিং দ্য ন্যাশন্সের সদস্যরা।
×