ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফার্গুসনের চোখে রোনাল্ডোই এগিয়ে

প্রকাশিত: ০৬:২৪, ২৭ এপ্রিল ২০১৫

ফার্গুসনের চোখে রোনাল্ডোই এগিয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-বিশ্বফুটবলে কে বেশি এগিয়ে? এমন বিতর্কের শেষ নেই। সম্প্রতি এক সাক্ষাতকারে রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চেয়ে বার্সিলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে এগিয়ে রাখেন ফুটবলের জীবন্ত কিংবদন্তি পেলে। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ স্যার এ্যালেক্স ফার্গুসন হাঁটলেন ভিন্ন পথে। তার মতে মেসি নয় বরং রোনাল্ডোই এগিয়ে। এর কারণটাও জানিয়েছেন রেড ডেভিলদের সাবেক এই কোচ। তার মতে, লিওনেল মেসির শুধু বার্সিলোনায় খেলার অভিজ্ঞতা রয়েছে যেখানে ক্রিস্টিয়ানো রোনাল্ডো বিশ্বের যে কোন জায়গায় সাফল্য পাওয়ার যোগ্যতা রাখে। এ বিষয়ে এক সাক্ষাতকারে স্কটিশ কোচ স্যার এ্যালেক্স ফার্গুসন বলেন, ‘বেশিরভাগ মানুষই বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে মেসিকেই এগিয়ে রাখবেন, এতে কোন সন্দেহ থাকার কথা নয়। কিন্তু রোনাল্ডোর বিষয়টি হলো, সে যদি মিলওয়াল, কিউপিআর, ডোনক্যাস্টার রোভার্স বা বিশ্বের যে কোন ক্লাবের পক্ষেই খেলে, তাহলে সেখানেই গিয়েই হ্যাটট্রিক করার যোগ্যতা রাখে। মেসি সেটা পারবে কিনা এ বিষয়ে আমি নিশ্চিত নই। দু’জনের মধ্যে তুলনার কোন অবকাশ নেই, কিন্তু আমার কাছে সবসময়ই মনে হয় মেসি শুধুই বার্সিলোনার খেলোয়াড়।’ বার্সিলোনার হয়ে আলো ছড়াচ্ছেন লিওনেল মেসি। রিয়াল মাদ্রিদের জার্সিতে সৌরভ ছড়াচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই দুই ফরোয়ার্ড গত সাত বছরে নিজেদের মধ্যে ব্যালন ডি’অর পুরস্কার ভাগাভাগি করে নিয়েছেন। এর মাধ্যমে এই প্রজন্মে এই দুজনই যে বিশ্বের সেরা তা প্রতিবারই তারা প্রমাণ করে চলেছেন। এমনকি শুধু নিজেদের যুগেই নয় বিশ্ব ফুটবলের ইতিহাসে সর্বকালের সেরা খেলোয়াড়ের তালিকায়ও এই দু’জন অনায়াসেই নিজেদের এগিয়ে রেখেছেন।’ চলতি মৌসুমে দুই তারকাই দুর্দান্ত খেলছেন। ইতোমধ্যেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৫০ গোল করে ফেলেছেন। মৌসুমের শুরুটা ভাল না হলেও মাঝামাঝি এসে রিয়ালকে পেছনে ফেলে লা লিগায় নিজেদের শীর্ষে নিয়ে যাওয়ার জন্য বার্সিলোনাকে পুরোটাই সহযোগিতা করেছেন মেসি। ২০০৯ সালে সান্তিয়াগু বার্নাব্যুতে যাওয়ার আগে দীর্ঘ ছয় বছর ওল্ড ট্র্যাফোর্ডে ফার্গুসনের অধীনে ছিলেন রোনাল্ডো। সেই সময় খুব কাছে থেকেই সি আর সেভেনকে দেখার অভিজ্ঞতা থেকেই ইউনাইটেডের সাবেক বস অকপটেই বলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একজন পরিপূর্ণ তারকা ফুটবলার। ফার্গুসন বলেন, ‘৩০ বছর বয়সী রোনাল্ডোর মধ্যে ২৬ বছরের ইউনাইটেড ক্যারিয়ারে যে উন্নতি দেখেছি তা অন্য কোন খেলোয়াড়ের মধ্যে লক্ষ্য করা যায়নি।’
×