ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশকেই এগিয়ে রাখছেন রমিজ রাজা

প্রকাশিত: ০৬:২৩, ২৭ এপ্রিল ২০১৫

বাংলাদেশকেই এগিয়ে রাখছেন রমিজ রাজা

স্পোর্টস রিপোর্টার ॥ এবার বাংলাদেশ সফরে আসার আগেই পাকিস্তান দলকে সতর্ক করে দিয়েছিলেন রমিজ রাজা। সাবেক এ পাকিস্তানী ক্রিকেটার বিভিন্ন সময়ে বাংলাদেশ ক্রিকেট দলের তীব্র সমালোচক হিসেবে সমধিক পরিচিতি রয়েছে। অনেকবারই তিনি বাংলাদেশ দলকে নিয়ে এবং তাদের পারফর্মেন্স নিয়ে কটু মন্তব্য করে এ দেশের ক্রিকেটপ্রেমীদের চক্ষুঃশূল হয়ে উঠেছেন। তবে এবার সেই রমিজের সুরটাও নরম ছিল। বিশ্বকাপে দারুণ নৈপুণ্য দেখানোর কারণে টাইগারদের বিরুদ্ধে সিরিজে সতর্ক করে দিয়েছিলেন তিনি। তবে তার সতর্কতা কাজে লাগেনি। ওয়ানডে সিরিজে পাকরা হোয়াইটওয়াশ হয়েছে এবং একমাত্র টি২০’ও হেরেছে। এটাকে দেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে লজ্জাজনক বলে আখ্যা দিয়েছেন রমিজ। বাকি আছে ২ টেস্টের সিরিজ। যেভাবে বাংলাদেশ দল খেলছে, এতে করে পাকিস্তানের জন্য কঠিন চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন টেস্ট সিরিজেও। আত্মবিশ্বাসী বাংলাদেশ দল পাকিস্তানের বিরুদ্ধে প্রথমবার টেস্ট জেতার জন্য মরিয়া থাকবে এমনটাই শঙ্কা জানিয়েছেন তিনি। স্বাগতিকদের টেস্ট সিরিজে ফেবারিট হিসেবেও দাবি করলেন রমিজ। তিন ওয়ানডের সিরিজ বাংলাদেশের কাছে ৩-০ ব্যবধানে হারে আজহার আলীর নেতৃত্বে পাকিস্তান। এরপর টি২০ ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে হারে শহীদ আফ্রিদির দল। বাংলাদেশের কাছে উত্তরসূরিদের ভরাডুবিকে ‘লজ্জাজনক’ উল্লেখ করে রমিজ বলেন, ‘আমাদের আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে এটাই সবচেয়ে খারাপ অবস্থা।‘ আর এ খারাপ অবস্থার জন্য দলের প্রধান কোচ ওয়াকার ইউনুসকে সরাসরি আক্রমণ না করেননি ঠিকই। তবে দলের বর্তমান কোচিং স্টাফদের নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রমিজ। পাকিস্তান দল এখনও সেই ’৮০ ও ’৯০ দশকের কৌশলে খেলছে বলে মনে করেন তিনি। এ বিষয়ে রমিজ বলেন, ‘আমি আশা করেছিলাম, এই পরিস্থিতির উন্নতি হবে কিন্তু নতুন কোচিং স্টাফরা নতুন কোন নির্দেশনা দেননি। আশা করেছিলাম, কয়েক তরুণ খেলোয়াড় এগিয়ে আসবে, কিন্তু তারা যথেষ্ট ভাল ছিল না।’ এবার অবশ্য নতুন করে চিন্তা-ভাবনার সময় এসেছে। স্বল্প পরিসরের ক্রিকেট শেষে এবার দীর্ঘ পরিসরের আয়োজন। দুই টেস্টের সিরিজে এবার কোণঠাসা পাকিস্তানের বিরুদ্ধে জয় পেতে মরিয়া হয়েই খেলবে স্বাগতিকরা এমনটাই মনে করেন রমিজ। তিনি বলেন, ‘ইতিহাস গড়ার জন্য এটা বাংলাদেশের সামনে সোনালি সুযোগ। তাই আমি মনে করি, বাংলাদেশ জোর চেষ্টা করবে।’ খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আগামী মঙ্গলবার। এখন পর্যন্ত চলতি সিরিজে শতভাগ জয় তুলে নেয়ার কারণে মানসিকভাবেই এগিয়ে থাকবে বাংলাদেশ দল টেস্ট সিরিজেও। সে জন্যই রমিজ মনে করেন বাংলাদেশ অনেক সুবিধা নিয়েই কৌশলগত ও মানসিক দিক থেকে আঘাত পাওয়া পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে।
×