ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাউথ এশিয়ান ফেডারেশন অব এ্যান্ডোক্রাইন সোসাইটির সামিট সমাপ্ত

প্রকাশিত: ০৬:১২, ২৭ এপ্রিল ২০১৫

সাউথ এশিয়ান  ফেডারেশন অব  এ্যান্ডোক্রাইন সোসাইটির  সামিট সমাপ্ত

সাউথ এশিয়ান ফেডারেশন অব এ্যান্ডোক্রাইন সোসাইটির হচ্ছে দক্ষিণ এশিয়ার পাঁচটি জাতির পেশাজীবী সংগঠন। এটি বাংলাদেশ এ্যান্ডোক্রাইন সোসাইটি, ভারতীয় এ্যান্ডোক্রাইন সোসাইটি, নেপালের ডায়াবেটিস ও এ্যান্ডোক্রাইন এ্যাসোসিয়েশন, পাকিস্তান এ্যান্ডোক্রাইন সোসাইটি এবং শ্রীলঙ্কা এ্যান্ডোক্রাইন সোসাইটি নিয়ে গঠিত। শ্রীলঙ্কার কলম্বোতে প্রাথমিক উদ্দেশ্য নিয়ে ২০১৩ সালের জানুয়ারিতে এটি শুরু হয়। প্রাথমিকভাবে সদস্য দেশগুলো একসঙ্গে বসে আলোচনা, অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক জ্ঞান বিনিময়ের মাধ্যমে এই অঞ্চলের মানুষের এ্যান্ডোক্রাইনলজি সংক্রান্ত সমস্যা সমাধানে একযোগে কাজ করার বিষয়ে ঐকমত্য হয়। সদস্য দেশগুলোর মধ্যে প্রতি দু’বছরে একবার এ সামিট অনুষ্ঠিত হয়। প্রথম সামিট ২০১৩ সালে ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত হয়। চলতি সামিট দ্বিতীয় সামিট হিসেবে ২৪-২৬ এপ্রিল ২০১৫ ঢাকায় অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো ২৫ এপ্রিল ২০১৫ তে ঢাকা ঘোষণার মাধ্যমে এ সামিট অনুষ্ঠিত হবে। এ সামিটে এই অঞ্চলের মানুষের জন্য অগ্রাধিকারভিত্তিক কৌশলগুলো ঘোষণা করা হবে। Ñবিজ্ঞপ্তি।
×