ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা ॥ আহত ৫

স্কুলছাত্রী ও পথচারীসহ নিহত তিন

প্রকাশিত: ০৬:০৯, ২৭ এপ্রিল ২০১৫

স্কুলছাত্রী ও পথচারীসহ নিহত তিন

জনকণ্ঠ ডেস্ক ॥ শনিবার রাত ও রবিবার বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে তিনজন। আহতের সংখ্যা ৫০। এর মধ্যে সিরাজগঞ্জে পথচারী, দিনাজপুরে এক নারী ও সীতাকু-ে স্কুলছাত্রী নিহত হয়। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : সিরাজগঞ্জ ॥ সিরাজগঞ্জে দ্রুতগামী বাসের ধাক্কায় অজ্ঞাত এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোল চত্বরে এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার উপ-পরিদর্শক আব্দুস সোবহান জানান, গোল চত্বর এলাকায় মহাসড়ক অতিক্রম করার সময় উত্তরাঞ্চলগামী এসআর পরিবহনের একটি বাস আনুমানিক ৪০-৪৫ বছর বয়সী অজ্ঞাত ওই ব্যক্তিকে ধাক্কা দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। দিনাজপুর ॥ রবিবার দুপুরে দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ১ মহিলা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। দিনাজপুর কোতোয়ালি থানার ওসি খালেকুজ্জামান জানান, রবিবার দুপুর ১২টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের দিনাজপুরগামী আশীর্বাদ পরিবহনের যাত্রীবাহী বাস সদর উপজেলার নশিপুর জামতলী নামকস্থানে পৌঁছমাত্র আকস্মিকভাবে চাকা ফেটে যায়। চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা মারে। দুর্ঘটনায় চিরিরবন্দর উপজেলার রানীবন্দরের আব্দুল হান্নানের স্ত্রী সাবিনা (৪৫) ঘটনাস্থলে নিহত হন। আহত হন ৩০ যাত্রী। আহতদের দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সিলেট ॥ শনিবার রাতে সিলেট জকিগঞ্জ সড়কের বাবুর বাজার এলাকায় লেগুনা ও টমটমের মুখোমুখি সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আহত নিয়াগুল গ্রামের খয়রুন নেছা (৬০), হোসনা বেগম (৪৫), সায়না বেগম (৩৫), আয়নুল ইসলামকে (৪৫) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সীতাকু- (চট্টগ্রাম) ॥ সীতাকু- উপজেলার কাশেম জুট মিলস এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপারের সময় ৩য় শ্রেণীর স্কুলছাত্রী বিনদিয়া খানম সুমি (৯) মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে। সুত্রে জানা যায়, কাশেম জুট মিলস সংলগ্ন এলাকায় এম এ কাশেম রাজা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেণীর ছাত্রী বিনদিয়া খানম সুমি ১ম সাময়িক পরীক্ষা দেয়ার জন্য স্কুলে আসার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপারের সময় চট্টগ্রামমুখী মুন স্টার নামে যাত্রীবাহী বাস রং পাশ দিয়ে এসে সুমিকে ধাক্কা দেয়।
×