ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কুয়াকাটা সৈকত এখন আবর্জনার ভাগাড়

প্রকাশিত: ০৬:০৯, ২৭ এপ্রিল ২০১৫

কুয়াকাটা সৈকত এখন আবর্জনার ভাগাড়

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৬ এপ্রিল ॥ কুয়াকাটা পর্যটন কেন্দ্রের শূন্য পয়েন্টের চারদিক বিচ ঘেঁষে ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। যত্রতত্র ডাবের খোসাসহ বিভিন্ন ধরনের ময়লা আবর্জনায় একাকার হয়ে আছে। এসব পরিচ্ছন্ন করতে কারও কোন মাথাব্যথা নেই। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে অভিভাবকহীন হয়ে পড়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকা। বিচ ম্যানেজমেন্ট কমিটি কিংবা কুয়াকাটা পৌরসভা কর্তৃপক্ষ এসব নিয়ে ভাবছেন না। ফলে আগত পর্যটক দর্শনার্থীরা ফিরছে একটি নেতিবাচক ধারণা নিয়ে। শিকার হচ্ছেন বিব্রতকর পরিস্থিতির। কুয়াকাটা সৈকতের বেলাভূমে যেতে বেড়িবাঁধের বাইরের সড়কটির শেষদিকে বিচে নামতে ডানে-বামে ডাব বিক্রেতাদের ফেলনা খোসার স্তূপ পড়ে আছে। পড়ে আছে শুঁটকি দোকানিদের বর্জ্য। হোটেল রেস্তরাঁর বর্জ্যসহ পলিথিনে স্তূপ হয়ে আছে। ছড়ায় দুর্গন্ধ। এসবের উচ্ছিষ্ট খেতে সর্বদা কুকুরের ভিড় লেগে থাকছে। ফলে পর্যটক-দর্শনার্থী পড়ছে বিপাকে।
×