ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নববর্ষে যৌন হয়রানি প্রতিবাদে মানববন্ধন দোষীদের গ্রেফতার দাবি

প্রকাশিত: ০৬:০৮, ২৭ এপ্রিল ২০১৫

নববর্ষে যৌন হয়রানি প্রতিবাদে মানববন্ধন দোষীদের গ্রেফতার দাবি

জনকণ্ঠ ডেস্ক ॥ নববর্ষ উৎসবে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় যৌন হয়রানির প্রতিবাদে নীলফামারী, কলাপাড়া ও ইসলামি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। এ সব কর্মসূচীতে বক্তারা হয়রানিকারীদের শাস্তির দাবি জানান। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের: নীলফামারী ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যৌন নিপীড়নের প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ছাত্র ইউনিয়ন। রবিবার দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে কর্মসূচীতে একাত্মতা প্রকাশ অতিদ্রুত জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নীলফামারী জেলা সংসদের আহ্বায়ক কমল কুমার সরকারের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে সিপিবি শ্রীদাম দাস, মোস্তাক আহমেদ, নারায়ণ চন্দ্র মনসুর আলী ফকির, খন্দকার মোঃ হানিফ, তারিনী মোহন অধিকারী, ছাত্র ইউনিয়নের গুরু দয়াল রায়, সুমন রায় প্রমুখ বক্তব্য দেন। কলাপাড়া ॥ বাংলা নববর্ষ উদ্যাপনকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যৌন হয়রানির প্রতিবাদে কলাপাড়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রবিবার সকাল ১০টায় প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। কলাপাড়ার কিশোরী ক্লাব ও নারী শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি এ কর্মসূচী পালন করে। এ সময় বক্তব্য রাখেনÑ ইউপি সদস্য লাইলি বেগম, কিশোরী ক্লাবের সভাপতি মার্জিয়া প্রমুখ। ইবি ॥ পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কয়েক নারীকে যৌন হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
×