ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বরিশালে হামলায় আহত ছাত্রের মৃত্যু, গ্রেফতার ২

প্রকাশিত: ০৬:০৮, ২৭ এপ্রিল ২০১৫

বরিশালে হামলায় আহত ছাত্রের মৃত্যু, গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বিএম কলেজের শিক্ষার্থীদের হামলায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বরিশাল কমার্শিয়াল কলেজের এইসএসসি পরীক্ষার্থী রাজিব হোসেন (২২)। এ ঘটনায় রবিবার সকালে পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। নিহতের স্বজন দুলাল সরদার জানান, কাজীপাড়া এলাকার খাবারের হোটেলের মালিক হাসান মিয়া গত বৃহস্পতিবার রাতে বিএম কলেজের শিক্ষার্থী মাহফুজের কাছে পাওনা টাকা চাওয়ায় উভয়ের মধ্যে বাকবিত-া হয়। একপর্যায়ে ওই রাতেই কলেজের ৫/৬জন শিক্ষার্থী হোটেল মালিক হাসানের ওপর হামলা চালায়। এ সময় স্থানীয় বাসিন্দা ও কমার্শিয়াল কলেজের শিক্ষার্থী রাজিব হোসেন হামলার প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে হামলাকারীর বিএম কলেজের শিক্ষার্থীরা রাজিবকে মারধর করে গুরুতর আহত করে। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে শেবাচিম ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে রাজিব মারা যায়। কোতোয়ালি মডেল থানার এসআই মুরাদ আহমেদ জানান, নিহত রাজিব নগরীর সিএ্যান্ডবি রোড কাজীপাড়া এলাকার বাসিন্দা মৃত নাগরআলী ফরাজীর পুত্র। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের পর ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ রাসেল ও বাপ্পী নামের দু’শিক্ষার্থীকে গ্রেফতার করেছে।
×