ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এশিয়ান মেরিটাইম সম্মেলনে জাহাজ কোম্পানির চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বারোপ

প্রকাশিত: ০৬:০২, ২৭ এপ্রিল ২০১৫

এশিয়ান মেরিটাইম সম্মেলনে জাহাজ কোম্পানির চ্যালেঞ্জ  মোকাবেলায় গুরুত্বারোপ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ‘এশিয়াস প্রিমিয়ার মেরিটাইম এ্যান্ড অফশোর কনফারেন্স-সী এশিয়া-২০১৫’ শীর্ষক সম্মেলনে সম্প্রতি সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডস হোটেলে অনুষ্ঠিত হয়েছে। তিন দিনের এ সম্মেলনে জাহাজ কোম্পানিগুলো তাদের ক্যাপাসিটি বিল্ড-আপের মাধ্যমে কিভাবে বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় মুখ্য ভূমিকা রাখতে পারে সে বিষয়গুলো তুলে ধরা হয়। সম্মেলনে প্রায় ৭০টি দেশের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। সীট্রেড এবং সিঙ্গাপুর মেরিটাইম ফাউন্ডেশন (এসএমএফ)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করেন সিঙ্গাপুরের পরিবহন মন্ত্রী এবং সেকেন্ড প্রতিরক্ষামন্ত্রী লুই টাক ইউ। এতে শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের (এসসিবি) চেয়ারম্যান রেজাউল করিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যোগদান করেন। বাংলাদেশ প্রতিনিধি দল সম্মেলনে যোগদান ছাড়াও সিঙ্গাপুর ন্যাশনাল শিপার্স কাউন্সিলের (এসএনএসসি) চেয়ারম্যান মি. জন ওয়াই লু-এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতকারে মিলিত হন এবং দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেন।
×