ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শুয়ে থাকলে চৌদ্দ লাখ টাকা

প্রকাশিত: ০৫:৩৭, ২৭ এপ্রিল ২০১৫

শুয়ে থাকলে চৌদ্দ লাখ টাকা

কথায় বলে শুয়ে খেলে রাজার ভা-ারও ফুরিয়ে যায়। কোন কাজ না করে কেবল শুয়ে থেকেও টাকা-পয়সা কামানো যায়। কি অবাক হয়ে ভাবছেন, পাগলের প্রলাপ। সত্যিই শুয়ে থেকেই কামানো যায়। মার্কিন গবেষণা সংস্থা নাসা সম্প্রতি ঘোষণা করেছে একটি অফার। তাতে বলা হয়েছে টানা ৭০ দিন নাসার গবেষণাগারে শুয়ে থাকলে দেয়া হবে ১৮ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশী টাকায় চৌদ্দ লাখ টাকা। মার্কিন মহাকাশ সংস্থা নাসা একটি বিশেষ গবেষণা চালাচ্ছে। গবেষণাটি হচ্ছে অভিকর্ষজ বলের প্রভাব নেই এমন জায়গায় একটানা থাকার ফলে শরীরে কি প্রভাব পড়তে পারে এবং ভারশূন্য ওই দশায় আনুভূমিক অবস্থায় থাকার জন্য বিশেষ কি ব্যবস্থা প্রয়োজন, সেসব খতিয়ে দেখতেই এই গবেষণা। এই গবেষণার জন্যই দরকার টানা ৭০ দিন শুয়ে থাকতে রাজি এমন নাগরিক এবং এর বিনিময়ে দেয়া হবে এই অর্থ। যেসব মার্কিন নাগরিক নাসার এই অফার গ্রহণ করবেন তাদের বিছানায় মাথা কিছুটা পিছন দিকে হেলিয়ে আর পা সামান্য ওপরে তুলে শুইয়ে রাখা হবে। এভাবে ৭০ দিন শুয়ে থাকতে হবে। এই শুয়ে থাকা সময়ের মধ্যে প্রতিযোগীরা সাইকেলিং করবেন। শুয়ে থেকেও যে টাকা আয় করা যায় তা বিশ্বাস না করে আর কোন উপায় আছে কি? সূত্র : ওয়েবসাইট
×