ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অবরোধ এখন আর কার্যকর নেই ॥ খালেদা

প্রকাশিত: ০৫:৩৭, ২৭ এপ্রিল ২০১৫

অবরোধ এখন আর কার্যকর  নেই ॥ খালেদা

স্টাফ রিপোর্টার ॥ অবরোধ এখন কার্যকর নেই বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। রবিবার গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অবরোধ কর্মসূচী আছে কি নেই জানতে চাওয়া হলে খালেদা জিয়া বলেন, অবরোধ আমি ডাকিনি, ডেকেছিল ২০ দল। অবরোধের বিষয়ে এখনও আমরা ২০ দলীয় জোটগতভাবে বসতে পারিনি। তাই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারিনি। পরে বসে সিদ্ধান্ত নেব। তবে সিটি নির্বাচনের কারণে অবরোধ এখন কার্যকর নেই। উল্লেখ্য, সম্প্রতি সিটি নির্বাচনের ব্যাপারে খালেদা জিয়ার সঙ্গে বৈঠক শেষে তার বাসা থেকে বের হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার সাংবাদিকদের কাছে বলেছিলেন, দেশে এখন আর কোন অবরোধ কর্মসূচী নেই। তাৎক্ষণিকভাবে বিভিন্ন সংবাদ মাধ্যমে তা প্রচারও করা হয়। কিন্তু পরে কোন এক নির্দেশনা পেয়ে ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার জানান, দেশে অবরোধ নেই তিনি আসলে এমনটি বলেননি। এখন কোন কর্মসূচী নেই। এখন শুধু নির্বাচনই আমাদের কর্মসূচী এমনটিই তিনি বোঝাতে চেয়েছেন। অবশ্য বিএনপির আরও ক’জন সিনিয়র নেতাও জানিয়েছিলেন অবরোধ কর্মসূচী নেই। অবশ্য দলের কোন কোন নেতা এমনও বলেছিলেন, অবরোধ আছে কি না খালেদা জিয়া বলতে পারবেন। উল্লেখ্য, ৬ জানুয়ারি থেকে সারাদেশে টানা অবরোধ কর্মসূচী শুরু করে বিএনপি জোট। ৫ জানুয়ারি গুলশান কার্যালয় থেকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এ কর্মসূচী ঘোষণা করেছিলেন। আন্দোলনের কর্মসূচী সফল করতে ৩ জানুয়ারি থেকে টানা ৯২ দিন গুলশান কার্যালয়ে অবস্থানের পর ৫ এপ্রিল খালেদা জিয়া বাসায় ফিরে যান। এর ক’দিন পর থেকে আর অবরোধ কর্মসূচী পালনের ঘোষণা দেয়নি বিএনপি। এমনকি অবরোধ কর্মসূচী স্থগিত করা হয়েছে এ কথাও বলা হয়নি। তবে তার আগে প্রতিদিনই বিএনপি নেতাদের নামে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে দলীয় বক্তব্যের পাশাপাশি বলা হতো অবরোধ কর্মসূচী অব্যাহত থাকবে।
×