ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

একাদশ-দ্বাদশ শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:০৬, ২৬ এপ্রিল ২০১৫

একাদশ-দ্বাদশ শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ৩১. এইডস রোগের লক্ষণ- র. ওজন হ্রাস পাওয়া রর. রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া ররর. মিষ্টি খাবারের প্রতি আগ্রহ বেড়ে যাওয়া নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর, ও ররর ৩২. বাংলাদেশ সংবিধান কতটি ভাগে বিভক্ত? ক) ১১টি খ) ১২টি গ) ১৩টি ঘ) ১৪টি ৩৩. জাতীয় সংসদ অবস্থিত- ক) ঢাকায় খ) চট্রগ্রামে গ) রাজশাহীতে ঘ) খুলনায় ৩৪. ১৯৮৩ সালে থানা পরিষদের কী নামে রূপান্তরিত করা হয়? ক) থানা পরিষদ খ) থানা উন্নয়ন পরিষদ গ) উপজেলা পরিষদ ঘ) উপজেলা কমিটি ৩৫. ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ড থেকে কয়জন করে সাধারণ সদস্য নির্বাচিত হন? ক) ১ জন খ) ২ জন গ) ৩ জন ঘ) ৪ জন ৩৬. স্থানীয় সরকার ও স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার দুুটি কোন ধরনের শাসনব্যবস্থার উদাহরণ? ক) প্রাদেশিক শাসন খ) স্থানীয় শাসন গ) কেন্দ্রীয় শাসন ঘ) সামরিক শাসন ৩৭. ঠবঃড় ঢ়ড়বিৎ-এর অর্থ কী? ক) রাষ্ট্রপতির ক্ষমতা খ) প্রধানমন্ত্রীর ক্ষমতা গ) নাকচ করার ক্ষমতা ঘ) সম্মতি প্রদানের ক্ষমতা ৩৮. বাংলাদেশের ক্ষ্রুদ্রতম পৌরসভার নাম- ক) বগুড়া খ) মাগুরা গ) গোপালগঞ্জ ঘ) শরীয়তপুর ৩৯. প্রথম গণপরিষদ বাতিল ঘোষিত হয় কত তারিখে? ক) ১৯৪৯ সালের ১২ মার্চ খ) ১৯৫০ সালের ২৮ সেপ্টেম্বর গ) ১৯৫২ সালের ২২ ডিসেম্বর ঘ) ১৯৫৪ সালের ২৪ অক্টোবর ৪০. কত সালের গণঅভ্যুত্থান একটি ঐতিহাসিক ঘটনা? ক) ১৯৬২ সালের খ) ১৯৬৪ সালের গ) ১৯৬৬ সালের ঘ) ১৯৬৯ সালের ৪১. শহরবাসীর জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করার দায়িত্ব- ক) শহর উন্নয়ন কমিটির খ) পৌরসভার গ) জেলা পরিষদের ঘ) জেলা পরিষদের ৪২. কোন সংশোধনীর মাধ্যমে জেনারেল এরশাদের গৃহীত অবৈধ ফরমানসমূহের বৈধতা দান করা হয়? ক) ৪র্থ খ) ৫ম গ) ষষ্ঠ ঘ) সপ্তম ৪৩. চিত্তরঞ্জনদাসের ফর্মূলা বলে পরিচিত- ক) বেঙ্গল প্যাক্ট খ) বেঙ্গল অ্যাক্ট গ) বেঙ্গল গেজেট ঘ) বেঙ্গর ফর্ম ৪৪. সালিশি আদালত হিসেবে কাজ করে- ক) পৌরসভা খ) সিটি কর্পোরেশন গ) বিভাগীয় কমিশন ঘ) সুপ্রিম কোর্ট ৪৫. সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা হয়েছে যে, আইনের কর্তৃত্ব ব্যতীত কেউ জীবন, স্বাধীনতা ও সম্পত্তি ভোগের অধিকার থেকে বঞ্চিত হবে না? ক) ২৯ নং খ) ৩০ নং গ) ৩১ নং ঘ) ৩২ নং ৪৬. যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত হয় কত সালে? ক) ১৯৫২ সালে খ) ১৯৫৩ সালে গ) ১৯৫৪ নালে ঘ) ১৯৫৬ সালে ৪৭. ইসলামি প্রজাতন্ত্র বলতে কী বোঝায়? ক) মাওলানাদের নির্ধারিত আইনের দেশ খ) কুরআন ও সুন্নাহভিত্তিক আইনের দেশ গ) মুসলিম শাসকের দেশ ঘ) অধিক মুসলিম অধ্যুািষত দেশ ৪৮. সংসদ সদস্যদের পরিচয় হলো- র. আইন প্রণেতা রর. শাসক ররর. জনগণের কণ্ঠস্বর নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও রররগ) র ও ররর ঘ) র, রর, ও ররর উদ্দীপকটি পড় এবং প্রশ্ন দুইটির উত্তর দাও: এলাকার উচ্ছৃঙ্খল ও বখাটে যুবক ট্যারা দুলাল সর্বদা স্কুল-কলেজে যাওয়ার পথে মেয়েদের উত্ত্যক্ত করে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাকে গ্রেফতার করা হয়। তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে এলাকার জনগণ মানব বন্ধন কর্মসূচি পালন করে। ৪৯. জাতীয় অর্থের অভিভাবক রূপে কে দায়িত্ব পালন করেন? ক) এ্যাটর্নি জেনারেল খ) দুর্নীতি দমন কমিশন গ) বাংলাদেশ কর্ম কমিশন ঘ) মহাহিসাব নিরীক্ষক ৫০. কোন দেশে কোনো প্রাদেশিক সরকার নেই? ক) বাংলাদেশ খ) ভারত গ) যুক্তরাষ্ট্র ঘ) কানাডা সঠিক উত্তর: ১. (ক) ২. (ক) ৩. (ঘ) ৪. (গ) ৫. (ঘ) ৬. (ক) ৭. (গ) ৮. (ঘ) ৯. (ক) ১০. (ক) ১১. (গ) ১২. (ঘ) ১৩. (খ) ১৪. (গ) ১৫. (গ) ১৬. (ঘ) ১৭. (খ) ১৮. (ক) ১৯. (ঘ) ২০. (ক) ২১. (খ) ২২. (খ) ২৩. (ঘ) ২৪. (ঘ) ২৫. (খ) ২৬. (ঘ) ২৭. (ক) ২৮. (খ) ২৯. (ক) ৩০. (ঘ) ৩১. (ক) ৩২. (ক) ৩৩. (ক) ৩৪. (গ) ৩৫. (ক) ৩৬. (খ) ৩৭. (গ) ৩৮. (ঘ) ৩৯. (ঘ) ৪০. (ঘ) ৪১. (খ) ৪২. (ঘ) ৪৩. (ক) ৪৪. (ক) ৪৫. (ঘ) ৪৬. (খ) ৪৭. (খ) ৪৮. (গ) ৪৯. (ক) ৫০. (ক)
×