ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আল কায়েদার প্রচার বিভাগের প্রধান গাদান নিহত

প্রকাশিত: ০৬:৪৭, ২৬ এপ্রিল ২০১৫

আল কায়েদার প্রচার বিভাগের প্রধান গাদান নিহত

আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল কায়েদার প্রচারণা বিভাগের নেতৃত্বদানকারী যুক্তরাষ্ট্রের এক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনা জঙ্গী এই সংগঠনটির ওপর বড় এক আঘাত। এ্যাডাম গাদান নামে নিহত ওই আল কায়েদা নেতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ রয়েছে। চলতি বছরের প্রথম দিকে আফগান সীমান্তবর্তী পাকিস্তানে আল কায়েদার গোপন আস্তানায় এক অভিযানে তিনি নিহত হন বলে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছে। -ওয়েবসাইট ফেসবুকের নতুন এ্যাপ ‘হ্যালো’ নামের নতুন এ্যাপ আনছে ফেসবুক? নতুন এই এ্যাপের মাধ্যমে বিনা কলচার্জেই কল করা যাবে। ওয়াইফাই ব্যবহার করে এই এ্যাপের সাহায্যে ফ্রিতে কল করতে পারবেন ব্যবহারকারী? এর সাহায্যে যাকে ফোন করা হবে তার লোকেশনও জানতে পারবেন ব্যবহারকারী? এছাড়া কলব্লক করার সুবিধাও থাকবে এতে। - ওয়েবসাইট ডাইনোসরের পায়ের ছাপ লো-ফ্লাইং ড্রোন থেকে তোলা ছবিতে এই প্রথম অস্ট্রেলিয়ায় পাওয়া গেছে কোটি বছর আগের ডাইনোসরের পায়ের ছাপ। কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষক দলের প্রধান স্টিভ সলসবেরি জানান, চলতি মাসে ফিল্ডওয়ার্কের সময় ড্রোনকে মাটির অনেক কাছাকাছি নামিয়ে ওড়ানোর সময় পশ্চিম কিম্বারলি উপকূলে ১৩ কোটি বছরের পুরনো ডাইনোসরের থাবার ছাপের সন্ধান পান তারা। একসময় পৃথিবীর বিভিন্ন ভূখ- পরস্পরের সঙ্গে অবিচ্ছেদ্য ছিল। তাই এক জায়গার জীবাশ্ম কিংবা জীবনের চিহ্ন অন্যত্র মেলা অসম্ভব কিছু নয়। -ওয়েবসাইট
×