ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রেসিডেন্টের মাথায় আম ছুড়ে ফ্ল্যাটের মালিক!

প্রকাশিত: ০৬:৪৫, ২৬ এপ্রিল ২০১৫

প্রেসিডেন্টের মাথায় আম ছুড়ে ফ্ল্যাটের মালিক!

অবিশ্বাস্য হলেও সত্যি। এবার হাজার হাজার লোকের সামনে প্রেসিডেন্টের মাথায় আম ছুড়ে মেরে ফ্ল্যাটের মালিক হলো এক নারী। ঘটনাটি ঘটে ভেনিজুয়েলার আরাগুয়া প্রদেশে। গত সপ্তাহে একটি মিছিলের সম্মুখভাগে বাস চালিয়ে যাচ্ছিলেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এ সময় আচমকা একটি পাকা আম এসে তার মাথায় লাগে। আমটি নিজেই তুলে নেন প্রেসিডেন্ট। বুঝতে পারেন তাকে আঘাত করার জন্য এটি মারা হয়নি। এতে লেখা ‘ইফ উই ক্যান, কল মি’ (সম্ভব হলে আমাকে ফোন করুন)। এ সময় আমের ওপর একটি ফোন নাম্বার এবং একজন মহিলার নাম পান মাদুরো। পরে মারলেনি অলিভো নামের ওই নারীকে ফোন করে তিনি জানতে পারেন আবাসন সমস্যায় জর্জরিত। এ সময় মাদুরো তাকে তৎক্ষণাত একটি ফ্ল্যাট দেয়ার প্রতিশ্রুতি দেন। বিষয়টি ভেনিজুয়েলার সবার মুখে মুখে ফেরে। পরে আমটি নিয়ে টেলিভিশনের সামনে আসেন মাদুরো। এটি টেলিভিশনে দেখিয়ে বলেন, মারলোনি আপনি আবাসন সমস্যায় ভুগছেন, তাই না? অপেক্ষা করুন আগামী কয়েক ঘণ্টার মধ্যেই আপনি একটি ফ্ল্যাট পাবেন। আমি ইতোমধ্যেই আপনার নামে একটি ফ্ল্যাট বরাদ্দ দিয়েছি। এরপর গণমাধ্যমের সামনে ৫২ বছর বয়সী মারলেনি বলেন, প্রেসিডেন্টকে আঘাত করার মতো অসৎ উদ্দেশ্য আমার ছিল না। মৃত্যুর আগে একটি নিজের একটি বাড়ির মালিক হওয়াই আমার ইচ্ছা। সাবেক বাস ড্রাইভার মাদুরো বর্তমানে নিজেই বাস চালিয়ে সাধারণ মানুষদের সমস্যা দেখছেন। এরপর আমটি সম্পর্কে মাদুরো বলেন, আমটি পাকা। আমি পরে এটি খাব। ঘটনাটি সাইবার জগতে আলোড়ন তুলেছে। ব্যাপক ঠাট্টা-তামাশা চলছে।
×