ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চাই নজরদারি

প্রকাশিত: ০৬:৩২, ২৬ এপ্রিল ২০১৫

চাই নজরদারি

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। গর্ব করার মতো এখানে রয়েছে, বোটানিক্যাল গার্ডেন, ব্রহ্মপুত্র নদ, কৃষি মিউজিয়াম, ফিশ মিউজিয়াম,বিনা এর সদর দফতর, স্বাদু পানির মৎস্য গবেষণা প্রতিষ্ঠান, উচ্চতর কৃষি গবেষণা প্রতিষ্ঠান, বিশ্বের ২য় বৃহত্তম জার্মপ্লাজম সেন্টার, শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তন, বিজয় ৭১, মরণ সাগর, শহীদ মিনারসহ সবুজে বিস্তৃত আম বাগান, লিচু বাগান, কাঁঠাল বাগান, কলা বাগান, হর্টিকালচার, ইত্যাদি। স্কুল, কলেজের শিক্ষার্থীদের শিক্ষা সফরের জন্য প্রথম পছন্দ এখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। প্রতিদিনই শত শত শিক্ষার্থী শিক্ষা সফরের মাধ্যমে বাকৃবির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে। সঙ্গে সঙ্গে তাদের জানা-অজানা অনেক কিছুই স্বচক্ষে দেখতে পারছে। কিন্তু দুঃখের বিষয় এই যে, বোটানিক্যাল গার্ডেন, জার্মপ্লাজম, ক্যাম্পাসের ফুলের বাগানের ফুল, ফল, গাছের ডাল ছিঁড়ছে কিংবা বিভিন্ন শহীদ স্মৃতিস্তম্ভের বেদিতে জুতো পায়ে উঠছে। তারা জেনে না জেনে অনেক ক্ষতিসাধন করছে আবার তাদের খাবার সামগ্রীর প্যাকেট, যেখানে সেখানে ফেলে বাকৃবির পরিবেশ নষ্ট করছে। এতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনই মাথা ব্যথা কিংবা নজরদারি নেই। বাকৃবি প্রশাসনের দায়িত্বে অবহেলা চাই না। আবুল বাশার (মিরাজ) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।
×