ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাকিস্তানের অসহায় আত্মসমর্পণ ঢাকায়

প্রকাশিত: ০৬:২৪, ২৬ এপ্রিল ২০১৫

পাকিস্তানের অসহায় আত্মসমর্পণ ঢাকায়

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে জেতার পর একমাত্র টি২০ ম্যাচেও পাকিস্তানকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। জিতেই চলেছে। পাকিস্তান পাত্তাই পাচ্ছে না। আর তাই পাকিস্তান মিডিয়ায় পাকিস্তান দলকে নিয়ে চলছে সমালোচনাও। সেই সমালোচনা থেকে পাকিস্তান বেরই হতে পারছে না। সেই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে পাকিস্তান মিডিয়াতেও চলছে বন্দনা। পাকিস্তান ট্রিবিউনতো উল্লেখই করে দিয়েছে, ‘ঢাকায় পাকিস্তানের পতন।’ বাংলাদেশ সফরে এসে চাপেই আছে পাকিস্তান ক্রিকেট দল। শুক্রবার রাতে একমাত্র টি২০ খেলাতেও হেরে গেছে তারা। ঢাকায় পাকিস্তান টানা চার ম্যাচ হেরে গেছে। এমন হারে পাকিস্তান ক্রিকেট দলকে ছাড় দিচ্ছে না পাকিস্তানের গণমাধ্যমগুলোও। তবে প্রশংসা করছে বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেট নৈপুণ্যেরও। পাকিস্তানের ডন শিরোনাম করেছে, ‘৪-০, পাকিস্তানকে ব্যাহত করে বাংলাদেশের টি২০ জয়।’ খবরের শুরুতেই তারা বলেছে ‘পাকিস্তানের দুর্দশার সফর অব্যাহত আছে।’ পাকিস্তানের দ্য নেশন তাদের শিরোনামে বলেছে, ‘সাকিব-সাব্বিরের ফিফটি ধ্বংস করল পাকিস্তানকে।’ নেশন তাদের খবরে বলেছে, ‘মিরপুরে টি২০ ম্যাচে বাংলাদেশ পাকিস্তানের ওপর আধিপত্য বিস্তার করেই জিতেছে।‘ পাকিস্তানের ট্রিবিউন শুরুতেই বলেছে, ‘বাংলাদেশের জয়ের থলেতে প্রথমবারের মতো টি২০তে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে জয়।’ পাকিস্তানের ডেইটাইমস শিরোনাম করেছে ‘রেকর্ড করে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি২০ জয়।’ পাকিস্তান ঢাকায় পৌঁছার পর থেকেই বাংলাদেশ ‘ফেবারিট’ বিষয়টি উঠে আসে। বাংলাদেশ তা প্রমাণও করে দেয়। প্রস্তুতি ম্যাচ থেকে ধরলে তো টানা ৫ ম্যাচে পাকিস্তান হারল! প্রস্তুতি ম্যাচে ১ উইকেটে হারের পর প্রথম ওয়ানডেতে ৭৯ রানে, দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটে ও তৃতীয় ওয়ানডেতে ৮ উইকেটে হারে পাকিস্তান। ১৬ বছর পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে হারের পর ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হেরে ‘বাংলাওয়াশ’ হয় পাকিস্তান। মনে করা হচ্ছিল, ওয়ানডেতে জিতলেও টি২০তে পাকিস্তানেরই জয় হবে। কিন্তু আত্মবিশ্বাস এমনই দোলা দিচ্ছে, টি২০তেও ৭ উইকেটে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। একটি করে ম্যাচ হেরেছে পাকিস্তান। আর সমালোচনায় বিদ্ধ হয়েছে। ১৬ বছর পর আরেকটি ওয়ানডে হারের পর তাও সিরিজ হার এড়ানোর সুযোগ ছিল। কিন্তু প্রথমবারের মতো যখন বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার হলো, তখন সমালোচনা আরও তুঙ্গে উঠে। হোয়াইটওয়াশ হওয়ার পর তো কথাই নেই। পাকিস্তান ক্রিকেটার, ম্যানেজমেন্টের সমালোচনায় এমনকি পাকিস্তানের সংসদও যোগ দেয়। আর গণমাধ্যম তো ছিলই। বাংলাদেশের কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হারার খবরটি পাকিস্তানের বেশিরভাগ সংবাদমাধ্যমেই গুরুত্বের সঙ্গে ছাপা হয়েছে। ডন শিরোনাম করেছিল, ‘৩-০: বাংলাদেশ ইনফ্লিক্ট হিস্টোরিক হোয়াইটওয়াশ অন হেল্পলেস পাকিস্তান।’ তাদের আরেকটি সংবাদের শিরোনাম ‘গিভ নিউ টিম, আজমল সাম টাইম টু সেটল: মিসবাহ।’ ইন্টারন্যাশনাল দ্য নিউজ জানিয়েছিল, পাকিস্তানের ওয়ানডে সিরিজ হার সে দেশের জাতীয় সংসদে ক্ষোভ তৈরি করেছে। পিসিবিতে পরিবর্তন আনার দাবি জানিয়েছে। দি এক্সপ্রেস ট্রিবিউন লিখেছিল, ‘বাংলাদেশ হিউমিলিয়েট পাকিস্তান উইথ এ ৩-০ হোয়াইটওয়াশ।’ যেখানে বলা হয়েছিল, স্বাগতিক বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হেরে নাস্তানাবুদ হয়েছে পাকিস্তান।’ ডেইলি টাইমস লিখেছিল, ‘৩-০ ভিক্টরি। বাংলাদেশ হিউমিলিয়েট পাকিস্তান ইন হিস্টোরিক সিরিজ হোয়াইটওয়াশ।’ পাকিস্তান টুডে লিখেছিল, ‘রেস্ট ইন পিস পাকিস্তান ক্রিকেট।’ ওয়ানডেতে হোয়াইটওয়াশের পর যে সমালোচনা পাকিস্তান গণমাধ্যমে হয়েছে, টি২০তে হারার পর সেই সমালোচনা আরও বেড়ে গেছে। সব সমালোচনায় একটি বিষয় সবারই দৃষ্টি কেড়েছে। সেটি হচ্ছে ট্রিবিউনের লেখা- ‘ঢাকায় পাকিস্তানের পতন।’
×