ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

প্রকাশিত: ০৬:০১, ২৬ এপ্রিল ২০১৫

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

বিডিনিউজ ॥ পঞ্চগড় সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় ভারতের সীমান্তরক্ষা বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছেন। নিহত মোঃ সামুল (২৮) উপজেলার হাড়িভাষা ইউনিয়নের শ্যামাপাড়া গ্রামের সফিজউদ্দিনের ছেলে। শনিবার ভোরে ওই ইউনিয়নের ঝুলিপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে তাঁর মৃত্যু হয় বলে বিজিবির ঘাগড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার জসীম উদ্দিন জানিয়েছেন। গ্রামবাসীর বরাত দিয়ে বিজিবি কমান্ডার জসীম বলেন, সামুলসহ কয়েকজন শুক্রবার রাতে সীমান্ত এলাকায় গরু আনতে গিয়েছিলেন। তাদের উপস্থিতি টের পেয়ে ভারতের সিংগিমারি বিএসএফ ফাঁড়ির টহল দলের সদস্যরা গুলি করলে সামুল আহত হন। পরে সঙ্গীরা তাঁকে সীমান্তসংলগ্ন একটি বাড়িতে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়। সকালে সঙ্গীরাই সামুলের মরদেহ তাঁর বাড়িতে নিয়ে যান। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে বলে জসীম উদ্দিন জানিয়েছেন।
×