ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এএফসি রিজিওনাল চ্যাম্পিয়নশিপ, বাংলাদেশ ২- ইরান, আজ ফাইনালের প্রতিপক্ষ ;###;নেপালের মেয়েরা

চমক- ইরানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

প্রকাশিত: ০৬:০৮, ২৫ এপ্রিল ২০১৫

চমক- ইরানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের মহিলা ফুটবল যে ক্রমশ এগিয়ে যাচ্ছে এবং সেই উন্নতির হার যে পুরুষ ফুটবলের চেয়েও বেশি, সেটা আবারও নতুন করে প্রমাণিত হলো। আর সেটা প্রমাণ করে দিল নেপালের কাঠমান্ডুতে এএফসি অনুর্ধ-১৪ গার্লস রিজিওনাল চ্যাম্পিয়নশিপের খেলা বাংলাদেশ অনুর্ধ-১৪ বালিকা ফুটবল দল। টুর্নামেন্টের ফাইনালে নাম লিখিয়েছে তারা সগৌরবে। শুক্রবার দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে (৭০ মিনিটের ম্যাচ) ‘বি’ গ্রুপের অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ দারুণ খেলে ২-০ গোলে হারায় ‘এ’ গ্রুপের রানার্সআপ মধ্যপ্রাচ্যের দেশ ইরানকে। বিজয়ী দলের পক্ষে গোল করে অধিনায়ক কৃষ্ণা রানী সরকার এবং মারজিয়া। প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে ছিল ১-০ গোলে। এর আগে একই ভেন্যুতে অনুষ্ঠিত প্রথম সেমিতে স্বাগতিক ও ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন নেপাল ১-০ গোলে হারায় ‘বি’ গ্রুপের রানার্সআপ ভারতকে। আজ দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টা ৪৫ মিনিটে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। শুক্রবারের দ্বিতীয় সেমির ম্যাচে বাংলাদেশ পরিকল্পনামাফিক খেলে প্রত্যাশিত জয় কুড়িয়ে নেয়। নিজেদের রক্ষণভাগকে মজবুত রেখে মাঝমাঠ নিয়ন্ত্রণ করে আক্রমণে যাওয়া এবং গোল করা। সেই কাজটি দুবার সফলভাবে সম্পন্ন করতে পেরেছে বাংলাদেশী বালিকা ফুটবলাররা। যদিও পুরো ম্যাচে তারা আরও একাধিক গোলের সুযোগ পেয়েছিল, কিন্তু সেগুলো তারা কাজে লাগাতে ব্যর্থ হয়। যদিও প্রথম গোল করতে ২৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় বাংলাদেশ দলকে। অধিনায়ক-মিডফিল্ডার কৃষ্ণা রানী সরকার প্রথম গোল করে এগিয়ে দেয় বাংলাদেশকে (১-০)। দ্বিতীয়ার্ধেও বেশিরভাগ সময় বলের দখল নিজেদের নিয়ে প্রতিপক্ষের গোল সীমানায় আক্রমণ শাণায় বাংলাদেশ। তাদের আরেকটি গোলপ্রচেষ্টা আলোর মুখ দেখে ম্যাচের ৬২ মিনিটে। এবারের গোলদাতা ফরোয়ার্ড মারজিয়া। গোল করে ব্যবধান দ্বিগুণ করে দলকে আবারও আনন্দের উপলক্ষ এনে দেয় সে। শেষ পর্যন্ত আর কোন গোল না হওয়াতে ২-০ গোলের জয় নিয়ে এবং এই টুর্নামেন্টে প্রথমবারের মতো ফাইনালে ওঠার আনন্দ নিয়ে মাঠ ছাড়ে ছোটনের শিষ্যরা। দেশ ছাড়ার আগে বাংলাদেশ দলের কোচ ছোটন এবং অধিনাযক কৃষ্ণা আশাবাদ ব্যক্ত করেছিলেন, তারা ভারতকে হারাবেন এবং টুর্নামেন্টের ফাইনালে খেলবেন। প্রথম স্বপ্ন পূরণ হয়নি। দ্বিতীয়টি হয়েছে। এখন প্রত্যাশাকে ছাড়িয়ে যাওয়ার পালা। আজ কি তারা পারবে স্বাগতিক নেপালকে হারিয়ে ইতিহাস গড়তে? বাংলাদেশ দল ॥ তাসলিমা, শামসুন নাহার, রুমা আক্তার শিউলি আজিম, নার্গিস খাতুন, সানজিদা আক্তার, মিরশাত জাহান মৌসুমী, কৃষ্ণ রানী সরকার (নাজমা), মারজিয়া, সিরাত জাহান স্বপ্না (রাজিয়া খাতুন), মারিয়া মান্দা।
×