ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্রাদার্স ইউনিয়ন ৫-২ মুক্তিযোদ্ধা সংসদ

অগাস্টিনের হ্যাটট্রিকে ব্রাদার্সের জয়

প্রকাশিত: ০৬:০৮, ২৫ এপ্রিল ২০১৫

অগাস্টিনের হ্যাটট্রিকে ব্রাদার্সের জয়

স্পোটর্স রিপোর্টার ॥ শুক্রবার লীগ ব্রাদার্স ইউনিয়ন ৫-২ গোলে পরাজিত করে মুক্তিযোদ্ধা সংসদকে। তাদের হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। জয়ী দলের হাইতিয়ান ফরোয়ার্ড অগাস্টিন ওয়ালসন হ্যাটট্রিকসহ একাই করেন চার গোল! চলমান লীগে এটাই প্রথম হ্যাটট্রিক। ম্যাচের প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে ছিল গোপীবাগের এ দলটিই। নিজেদের পঞ্চম ম্যাচে এটা মুক্তির প্রথম হার, পয়েন্ট ১২। সমান ম্যাচে ব্রাদার্সের এটা তৃতীয় জয়। পয়েন্ট ১০। হারলেও ম্যাচে প্রথম গোল করে মুক্তিই। ৪ মিনিটে বল নিয়ে ব্রাদার্সের বক্সে প্রবেশ করেন মুক্তির সেনেগালের ফরোয়ার্ড কামারা সার্বা। ব্রাদার্স গোলরক্ষক সবুজ দাস রঘুকে কাটিয়ে কৌনিক শটে গোল করেন তিনি (১-০)। ১৮ মিনিটে ব্রাদার্সের অগাস্টিন গোল মিস করলেও পরের মিনিটেই গোল করেন তিনি। মুক্তির বক্সে বল নিয়ে ঢুকে পড়েন ব্রাদার্সের মিডফিল্ডার শরিফুল ইসলাম। তাকে আটকাতে গিয়ে নিজেদের বক্সে ফেলে দেন মুক্তির ডিফেন্ডার আনিসুল আলম সুইট। রেফারি জসিম উদ্দিন পেনাল্টির নির্দেশ দিলে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান অগাস্টিন (১-১)। ৪৪ মিনিটে প্রায় মাঝমাঠ থেকে বল নিয়ে প্রতিপক্ষ ডিফেন্ডারদের কাটিয়ে মুক্তির সীমানায় ঢুকে পড়েন অগাস্টিন। বক্সের বাইরে থেকে করা তার দূরপাল্লার শট ঝাঁপিয়ে পড়েও আটকাতে পারেননি মুক্তির গোলরক্ষক তিতুমীর চৌধুরী টিটু (২-১)। ব্রাদার্সের বক্সে হ্যান্ডবল হলে আবারও পেনাল্টির নির্দেশ দেন রেফারি। তা থেকে লক্ষ্যভেদ করেন ফরোয়ার্ড এনামুল হক (২-২)। লীগে এটা তার পঞ্চম গোল, যা দেশীয়দের মধ্যে সর্বোচ্চ (সমান ৫ গোল করেছেন জামালের দুই ফরোয়ার্ড ওয়েডসন ও এমেকা)। কিন্তু পরের মিনিটেই নঈমুদ্দিনের শিষ্যরা আবারও এগিয়ে যায়। মিডফিল্ডার ইমতিয়াজ সুলতান জিতুর লং বলে কোনাকুনি শটে গোল করেন মিডফিল্ডার শরিফুল ইসলাম (৩-২)। ৮৮ মিনিটে মুক্তির ডিফেন্ডার লিটন নিজেদের বক্সে ফাউল করেন শফিকুল ইসলামকে। রেফারি পেনাল্টির নির্দেশ দিলে অগাস্টিন গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন (৪-২)। ইনজুরি সময়ে (৯০+৭) কেস্টার এ্যাকনের পাসে নিজের চতুর্থ গোল করেন অগাস্টিন (৫-২)। খেলা শেষ হওয়ার আগে ব্রাদার্সের ডিফেন্ডার পিন্টু দাস ইচ্ছাকৃত হ্যান্ডবল করলে রেফারি তাকে লাল কার্ড দেখিয়ে মাঠছাড়া করেন। তাতে ব্রাদার্সের জয়ে কোন ব্যাঘাত ঘটাতে পারেনি।
×