ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সন্দ্বীপ চ্যানেলে ক্লিঙ্কারবাহী লাইটারেজডুবি

প্রকাশিত: ০৬:০৪, ২৫ এপ্রিল ২০১৫

সন্দ্বীপ চ্যানেলে  ক্লিঙ্কারবাহী লাইটারেজডুবি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বন্দর থেকে সিমেন্ট ক্লিঙ্কার নিয়ে যাওয়ার পথে সন্দ্বীপ চ্যানেলে একটি লাইটার জাহাজ নিমজ্জিত হয়েছে। শুক্রবার দুপুরে এমভি সোহাগ নামের এ জাহাজটি বৈরি আবহাওয়ার শিকার হয়ে দুর্ঘটনায় পতিত হয়। তবে জাহাজের সকল ক্রু নিরাপদে রয়েছেন। বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, সিমেন্ট ক্লিঙ্কার বোঝাই জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে যাত্রা করেছিল। বৈরি আবহাওয়ার কারণে সাগর তখন উত্তাল ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে এক পর্যায়ে লাইটার জাহাজটি ডুবে যায়। ডুবে যাবার সময় জাহাজের ১১ নাবিক নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। কাছাকাছি দূরত্বে থাকা ‘মার্কেন্টাইল-৮’ নামের অপর একটি জাহাজ নাবিকদের তুলে নেয়। জাহাজডুবির ঘটনা ঘটলেও চ্যানেলে নৌযান চলাচলে কোন বিঘœ ঘটছে না বলে জানানো হয়েছে সংশ্লিষ্ট সূত্রে।
×