ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

মেঘনায় ৮ শতাধিক যাত্রী নিয়ে লঞ্চ আটকা ॥ দুর্ভোগ

প্রকাশিত: ০৫:৫৫, ২৫ এপ্রিল ২০১৫

মেঘনায় ৮ শতাধিক  যাত্রী নিয়ে  লঞ্চ আটকা ॥ দুর্ভোগ

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ২৪ এপ্রিল ॥ চাঁদপুরে মেঘনা নদীতে ৮ শতাধিক যাত্রী নিয়ে প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী লঞ্চ এমভি তাকওয়া ডুবচরে আটকা পড়েছে। লঞ্চের তলা ফেটে যাওয়ায় যাত্রীদের আতঙ্ক ও দুর্ভোগের মধ্যে রাত কাটাতে হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ১০টার দিকে চাঁদপুর নৌ-টার্মিনাল থেকে দূরে সফরমালী নামক স্থানে। লঞ্চের তলদেশ থেকে মাটি সরিয়ে উদ্ধার কাজ চালায় উদ্ধারকর্মীরা। ঘটনাস্থলে গিয়ে লঞ্চের মাস্টার মোঃ শাজাহান ও করণিক আলমগীর হোসেনের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা-চাঁদপুর-চরভৈরবীর মধ্যে চলাচলকারী ৩ তলাবিশিষ্ট যাত্রীবাহী লঞ্চ এমভি তাকওয়া বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে চরভৈরবী থেকে ৮ শতাধিক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। রাত প্রায় ১০টায় লঞ্চটি চাঁদপুরের কাছাকাছি আসলে প্রচ- ঝড়ের কবলে পড়ে। যার ফলে লঞ্চ চালক চাঁদপুর নৌ-টার্মিনালে ভেড়াতে পারেননি। এ সময় লঞ্চটি ঝড়ের কবলে পড়ে ও ঢেউয়ের আঘাতে মারাত্মকভাবে দুলতে থাকে। এ সময় শত শত যাত্রী জীবন বাঁচাতে চিৎকার করতে থাকে। খবর পেয়ে যাত্রীদের নিরাপত্তার জন্য কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়নি প্রশাসন ও নৌবন্দরের পক্ষ থেকে। ঝড়ে লঞ্চটিকে নৌ-টার্মিনাল থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে নিয়ে যায়।
×