ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাঁচ বছরে নিরাময় হতে পারে হাঁপানি

প্রকাশিত: ০৪:৪৭, ২৫ এপ্রিল ২০১৫

পাঁচ বছরে নিরাময়  হতে পারে  হাঁপানি

হাঁপানি বা এ্যাজমা পাঁচ বছরের মধ্যে নিরাময় হতে পারে। যুক্তরাজ্যের কার্ডিফ ইউনিভার্সিটি ও কিংস কলেজ অব লন্ডনের গবেষকরা হাঁপানি হওয়ার কারণ এবং তা প্রতিরোধের উপায় আবিষ্কার করেছেন। তারা এই আবিষ্কারকে খুবই তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেছেন। এ্যাজমা ইউকে এই গবেষণার জন্য অর্থ প্রদান করেছে এবং গবেষণাপত্রটি সায়েন্স ট্রান্সলেশন মেডিসিন জার্নালে প্রকাশিত হয়েছে। গবেষকদের এই আবিষ্কার ক্রনিক ব্রঙ্কাইটিস ও ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি রোগের নতুন ওষুধ তৈরিতে সহায়ক হবে। ব্রিটেনের প্রায় ৫০ লাখ লোক হাঁপানিতে আক্রান্ত। বায়ুদূষণের মতো অস্বস্তিকর পরিবেশে শ্বাসনালীকে সঙ্কুচিত করে যে সেলগুলো, তা চিহ্নিত করেছেন গবেষকরা। যদিও এই সেলগুলো নিষ্ক্রিয় করার ওষুধ আছে। এগুলো ক্যালসিলিটিকস নামে পরিচিত এবং এগুলো অস্টিওপরোসিসে (হাড়ের ক্ষয়জনিত রোগ) আক্রান্তদের চিকিৎসায় ব্যবহৃত হয়। বিজ্ঞানীরা আশা করছেন, নতুন ওষুধ ভবিষ্যতে হাঁপানি রোগীদের এতে আক্রান্ত হওয়া প্রতিরোধ করবে এবং সবসময় ইনহেলার বহনের প্রয়োজন শেষ হবে। কার্ডিফ ইউনিভার্সিটি স্কুল অব বায়োসায়েন্সের প্রফেসর ড্যানিয়েল রিকার্ডি বলেছেন, আমাদের এই আবিষ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। -টেলিগ্রাফ ও ইন্ডিপেনডেন্ট
×