ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এফআইআর দায়ের আম আদমি পার্টির বিরুদ্ধে

প্রকাশিত: ০৪:৪৬, ২৫ এপ্রিল ২০১৫

এফআইআর দায়ের আম আদমি  পার্টির বিরুদ্ধে

ভারতের রাজধানী নয়াদিল্লীতে আম আদমি পার্টির এএপি জনসভায় এক কৃষকের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে ক্ষমতাসীন ঐ দলের সঙ্গে পুলিশের বিরোধ চরমে পৌঁছেছে। পুরিশ ঐ ঘটনায় প্ররোচনা দেওয়ার দায়ে দলটিকে অভিযুক্ত করে এফআই্আর দায়ের করেছে। দলের নেতা ও দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘটনার পর সভা চালিয়ে যাওয়ায় ক্ষমা প্রার্থনা করেছেন। খবর কলকাতা টুয়েন্টিফোর ও সংবাদ প্রতিদিনের। আম আদমি পার্টির সভায় রাজস্থানি কৃষকের আত্মহত্যা ঘিরে ফের একবার সামনে এল দলের সঙ্গে পুলিশের লড়াই। সাংবিধানিকভাবে দিল্লী পুলিশকে বৃহস্পতিবারই তদন্তের নির্দেশ দিয়েছে দিল্লী জেলা ম্যাজিস্ট্রেট। অন্যদিকে বুধবারই ঘটনার পরে আম আদমি পার্টির কর্মী সমর্থকদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেয়ার দায়ে এফআইআর দায়ের করে দিল্লী পুলিশ। এফআইআরে দিল্লী পুলিশ লিখেছে, গজেন্দ্র যখন আত্মহত্যা করবে বলে গাছে উঠছিলেন তখন কিছু এএপি সমর্থককে হাততালি দিয়ে উৎসাহিত করতে দেখা যায়। তবে এএপি তরফে এই অভিযোগ উড়িয়ে দিয়ে আম আদমি পার্টির নেতা কুমার বিশ্বাস বলেন, এটা নতুন কিছু নয়। পুলিশ বহুদিন থেকেই আমাদের বিরুদ্ধে অভিযোগ করে আসছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তরফে রাজস্থানি কৃষক গজেন্দ্র সিংয়ের মৃত্যুর রিপোর্ট তলব করা হয়েছে। দিল্লী পুলিশের তরফে কৃষকের আত্মহত্যা সংক্রান্ত যাবতীয় নথি স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে পাঠানো হয়েছে। এএপির সভায় কৃষক আত্মঘাতী হওয়ার পরে সভা বন্ধ না করে ভাষণ চালিয়ে গিয়ে ভুল করেছিলেন বলে জানালেন অরবিন্দ্র কেজরিওয়াল। শুক্রবার তিনি বলেন, আমি অপরাধী। সেই সময় বুঝতে পারিনি যে সভা চালিয়ে যাওয়া উচিত নয়। কাউকে আঘাত করে থাকলে ক্ষমা চাইছি। আসলে উনি যে সত্যিই আত্মহত্যা করবেন তা কেউ ভাবতে পারিনি। দিল্লীর মুখ্যমন্ত্রী ক্ষমা চাইলেও তা মেনে নেয়নি রজাস্থানের আত্মঘাতী কৃষক গজেন্দ্রর পরিবার।
×