ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আইপিএল, অপর ম্যাচে মুখোমুখি চেন্নাই-পাঞ্জাব

দিশেহারা মুম্বাইর প্রতিপক্ষ আজ হায়দরাবাদ

প্রকাশিত: ০৪:১৯, ২৫ এপ্রিল ২০১৫

দিশেহারা মুম্বাইর প্রতিপক্ষ আজ হায়দরাবাদ

স্পোর্টস রিপোর্টার ॥ তারকাখচিত দল নয়, সাফল্যে নির্দিষ্ট দিনের পারফর্মেন্সই গুরুত্বপূর্ণ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আধুনিক টি২০ ক্রিকেটে কথাটি আরও বেশি সত্য। অধিনায়ক রোহিত শর্মা, বিদেশী লাসিথ মালিঙ্গা, কাইরান পোলার্ড, কোরি এ্যান্ডারসন, সঙ্গে স্থানীয় হরভজন সিং, আমবাতি রাইডু, পার্থিব প্যাটেল, প্রজ্ঞান ওঝা, উন্মুক্ত চাঁদÑ কি দুর্দান্ত লাইনআপ! অথচ চলতি আইপিএলে দুর্গতির চরম শিখরে শচীন টেন্ডুলকরের স্নেহধন্য মুম্বাই ইন্ডিয়ান্স। ৬ খেলায় ৫ হারে শেষ চারের রেস থেকে ছিটকে পড়ার পথে পয়েন্ট টেবিলের তলানিতে রোহিত বাহিনী। আসরে নিজেদের সপ্তম ম্যাচে আজ তাদের প্রতিপক্ষ ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ। দিনের অপর খেলায় মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের মুখোমুখি জর্জ বেইলির কিংস ইলেভেন পাঞ্জাব। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইটরাইডার্সের কাছে ৭ উইকেটের বিশাল হারে শুরু হয়েছিল মুম্বাইর হতাশার মিশন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ১৮ রানের এক জয় বাদ দিলে কেবলই ব্যথতা। শেষ ম্যাচে দিল্লী ডেয়ারডেভিলসের কাছে হার ৩৭ রানে। ফিরোজ শাহ কোটলায় এদিন জেপি ডুমিনিদের কাছে পাত্তাই পায়নি রোহিত বাহিনী। শ্রেয়াস ইয়ার (৫৬ বলে ৮৩) ও অধিনায়ক ডুমিনির (৫০ বলে ৭৮*) দুটি ম্যারাথন ইনিংসের ওপর ভর করে ১৯০ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে দিল্লী। জবাবে ৯ উইকেটে ১৫৩ রানে থামে মুম্বাই। সর্বোচ্চ ৩০ রান করেন রোহিত ও রাইডু। মাঠে নেই তবে ‘মেন্টর’ হয়ে মুম্বাইর ড্রেসিং রুমে আছেন শচীন। ভারতীয়দের ক্রিকেট-ঈশ্বরের অনুপ্রেরণাও যে কাজে আসছে না! অথচ একই ভূমিকায় রাজস্থান রয়্যালসকে ওড়াচ্ছেন গ্রেটের মাঠের সতীর্থ রাহুল দ্রাবিড়। ৬ খেলায় ৫ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রাজস্থান। গ্রুপ পর্বে ম্যাচ ১৪ করে। যার ৫টিতেই ইতোমধ্যে হেরে বসে আছে মুম্বাই। সুতরাং একেবারে খাদের কিনারায় রোহিতের দল। আজ তো বটেই, পরবর্তী প্রায় প্রতি ম্যাচ জিতলে তবেই শেষ চারের আশা করতে পারবে তারা! সেটি সুদূর ভবিষ্যত, তার আগে আজ হায়দরাবাদ-বাধা পেরোতে হবে। ডেভিড ওয়ার্নারের দলে ডেল স্টেইন, রবি বোপারা, ট্রেন্ট বোল্ট, শিখর ধাওয়ানের মতো পারফর্মার। সুতরাং হতাশায় নিমজ্জিত ইন্ডিয়ান্সদের জন্য কাজটা মোটেও সহজ নয়। অপরদিকে চেন্নাই-পাঞ্জাব ম্যাচে নিশ্চিত ফেবারিট হিসেবে নামছে আইপিএল ইতিহাসের অন্যতম সফল দল চেন্নাই। ৫ খেলায় ৪ জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে ধোনিবাহিনী। তার ভা-ারে আছে ব্রেন্ডন ম্যাককুলাম, ডোয়াইন ব্রাভো, ডোয়াইন স্মিথ, ফ্যাফ ডুপ্লেসিস, সুরেশ রায়না, রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজার মতো বিখ্যাত সব ক্রিকেটার। ৫ খেলায় ২ জয়ে ষষ্ঠ স্থানে থাকা পাঞ্জাব খেলছে বেইলির নেতৃতে।
×